২০০৪ সালের বন্যার সময়ের ঘটনা। চারদিকে অথৈ পানির নিচে রাস্তা ঘাট ডুবে একাকার। আমার ৩ বসর বয়সী ভাগনি তখন আমাদের বাড়িতে ছিল। তাকে তার মায়ের কাছে পৌছে দিতে ছোট ভাই কে সংগে করে নৌকা নিয়ে ছুটলাম পাশের পাড়ায়। গ্রামের প্রধান যে সড়কগুলো ছিল সদা ব্যস্ত, এমন দুটি সড়কের উপর দিয়ে আমাদের নৌকা চলে গেল।
ছোট ভাই নৌকার সামনে থেকে কচুরি পানা, জংগল ইত্যাদি সাফাই করছিল। এক সময় ভাগনিকে পৌছে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ছোট ভাইটা মাঝে মাঝে শাপলা তুলছিল যখন আমরা বাড়ির অতি নিকটে পৌছলাম, ছোট ভাই একটা শাপলা ধরে টান দিলো আমিও ছৈর মারলাম আর যায় কোথায় নৌকা গেল ডুবে। চোট ভাই কে বললাম তুই সাতার কেটে চলে যা আমি নৌকা উঠাচ্ছি। কিছু দুর যাওয়ার পর সে ঘন ঘাসে আটকে গেল।
সামনের দিকে এগুতে না পেরে এমন চিৎকার শুরু করলে (ও মাগো মরী গেলাম গো) যে তিন বাড়ির নারী পুরুষ জমা হয়ে গেল। সবাই দেখলো সে চিৎকার দিচ্ছে আর আমি সাতার কেটে তার দিকে যাচ্ছি তাই সবাই আমাকে ডেকে বলতে লাগলো মাসুম ওকে মারিস না ওকে মারিস না। তবে আমি তার কাছে যাওয়ার আগেই সে পাড়ে উঠে গেল। সবাই তাকে বাড়িতে নিয়ে গেল। আমি নৌকা পানি থেকে উঠিয়ে বাড়িতে গিয়ে ভাই কে বললাম কিরে কি হইছে ,হেসে হেসে বলল বড় বড় জোকের কথা মনে পড়তেই আমি চিৎকার শুরু করি।
এখনো ঘটনাটি মনে পড়লে নিজে নিজে হেসে উঠি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।