আমাদের কথা খুঁজে নিন

   

আহলে হাদিছ হলে হয়ত শবে কদরের বিরোধিতা করতাম

আমি একজন সরল, সোজা মানুষ। সত্য বলতে, জানতে, জানাতে পছন্দ করি।

আমাদের সুনছীব যে, আমরা আহলে হাদিছদের মত মূর্খ হই নি। যদি আহলে হাদিছদের মত মূর্খ হতাম, তাহলে আজ হয়ত শবে কদর নিয়ে নিচের কথাগুলো বলতাম: • শবে কদরের রাতে নফল নামায পড়া বিদয়াত। এ রাতকে হাজার মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে; কিন্তু নফল নামাযের কথা কুরয়ান শরীফে বলা নাই।

• এ রাতে 8 রাকাত তারাবীহ পড়ে ঘুমিয়ে গিয়ে সকালে ফযর পড়িবেন। রাত জাগবেন না। ফযর মিস হতে পারে। • বুখারী শরীফে আছে, রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি রমাদান ও অন্য মাসে 11 রাকায়াতের বেশি পড়তেন না। তাই এ রাতে নফল নামায , ইবাদত করা বিদয়াত।

• সারা বছর নামায নাই, এক দিন নামায পড়ে কি হবে? • যে কোন দিনই আল্লাহকে ডাকা যায়। একদিন বিশেষভাবে ডাকা বিদয়াত। মহান আল্লাহ পাক উনার অশেষ দয়া যে, আমরা আহলে হাদিছ, সালাফী, ওহাবী , জামাতীদের মত গোমরাহীর পথ বেছে নেই নি এবং মানুষকে ইবাদত থেকেও ফিরিয়ে রাখি না। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন।

আমিন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.