আমাদের কথা খুঁজে নিন

   

দোররা, ধর্ষন ও আরো কিছু

স্বপ্ন দেখে যাই...

ভেবে চিন্তে লিখব ভেবে অনেক কিছুই লেখা হয়না আর. কিন্তু আজ আমাকে শুরু করতেই হবে. ব্লগ আমাকে কখনই তেমন আকর্ষন করেনি. মাঝে মাঝে বন্ধুরা লিঙ্ক শেয়ার করলে সেগুলো পড়তাম. কিন্তু এ কি? মানুষ কি তার মনুষ্যত হারিয়ে ফেলেছে? নাকি ছিলইনা কখনো? আমাদের দেশের মানুষ কে কেন সব সময় ২ ভাগে ভাগ হতে হবে? কেন সব সময় কাউকে ভালো বলতে হলে অন্যকে খারাপ বলতে হবে? কেন এই বিভাজন তৈরির মানসিকতা? জানি এগুলোর উত্তর কঠিন. কিন্তু আজ যা দেখলাম... হেনা নামে একটা মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে এই ব্লগ জুড়ে হাজার বিতর্ক !!! ওই মেয়ে পরকিয়া করেছিল কিনা , নিজের ইচ্ছে গিয়েছিল কিনা ... ফেলানির চেয়ে সে কম গুরুত্বপূর্ণ কিনা ... এটা প্রথম আলোর কোন চাল কিনা !! ... দুই পক্ষের মানুষ ই চরম দুই পক্ষে গিয়ে দাড়িয়ে কথা বলছে ! মানুষের মৃত দেহ নিয়ে রাজনীতির কথা শুনেছি. কিন্তু ১৩- ১৪ বছরের কিশোরীদের জীবনের এই রকম মূল্যায়ন দেখে নিজের প্রতি ঘৃনা হয়. যারা প্রগতিশীল না জেন কি সমাজের কথা বলেন তাদের প্রতিও ঘৃনা হয়. প্রচন্ড বিক্ষুব্ধ মন নিয়ে ব্লগ থেকে বের হয়ে গোগল করছিলাম. হটাত মনে হল দোররা মারা নিয়ে বের হওয়া নিউজ গুলো দেখি. সার্চ রেসআল্ট আমাকে চমকে দিল। এতগুলো বাংলা লিখার লিঙ্ক আশা করিনি। আর ঘটনা গুল পড়তে পড়তে চোখ জ্বলতে শুরু করল... বাংলাদেশ যেন দোররা মারা উতসব কেন্দ্র !!! ৭-৮ বছরের শিশু থেকে ৭০-৮০ বসরের বৃদ্ধাও বাদ পড়েনি ! মোটামুটি সব ক্ষেত্রেই স্বাস্তি পেয়েছে সুধু মেয়েটি. পুরুষ পেয়েচে বেকসুর খালাস. অথবা তাকে ডাকাই হয়নি !!! প্রায় সব ক্ষেত্রেই ধর্ষিতার বিরুদ্ধে আনা হয়েছে অবৈধ সম্পর্ক অথবা পরকিয়ার অভিযোগ !! আমাদের গ্রামে গঞ্জের মেয়েরা এত বাভিচারী ?? বাবার চাকুরীর সুবাদে বহু বছর গ্রামে কাটিয়ে এসে তো ওদের এই অবস্থা জানিনা ! তাহলে ওই অভিযোগগুলো কতখানি সত্য ? আমাদের সমাজ এখনো ধর্ষিতার কাছে প্রমান চায় ... এখনো তার দিকে আঙ্গুল তুলে বলে নিশ্চই তোমার কোনো দোষ ছিল. . . ধিক ধিক ধিক... কিন্তু কাকে??? নিচে কিছু লিঙ্ক শেয়ার করলাম ... কারো ইচ্ছা হলে পড়ে দেখতে পারেন-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.