মানুষ আমি আমার কেন পাখির মত মন....
আমাদের দেশে প্রায়শঃই বিভন্ন অপরাধের কারনে ফতোয়াবাজরা দোররা মারার বিধান দেন। কিন্ত লক্ষনীয় যে বেশীরভাগ ক্ষেত্রে মেয়েদেরকেই দোররা মারা হয়। আর তাও মারা হয় শুধু মাত্র গুজবের ভিত্তিতে। যেখানে ইসলামী আইনে আছে (সম্ভবত) ২জন প্রত্যক্ষদর্শী স্বাক্ষী থাকলে তখনই দোষী সাব্যাস্ত করা যায়। (ইসলাম সম্পর্কে আমি কমই জানি, ভুল হলে বলবেন।)
সেখানে প্রত্যক্ষদর্শী স্বাক্ষী ছাড়াই দোষী বলে মেয়েদেরকে দোররা মারা হয় মাথার চুল কেটে দেয়া হয় ইত্যাদি।
ইতিহাসে দোররা মারার উল্লেখযোগ্য যে ঘটনাটি পাওয়া যায় সেটি হচ্ছে, উমার (রাঃ) তার ছেলেকে মদ্যপ্য হবার অপরাধে দোররা মারার আদেশ দিয়েছিলেন।
আমাদের দেশে কোন মোল্লা মদ, গাজা বা ফেনসিডিল খাবার অপরাধে কোন ছেলেকে দোররা মারার আদেশ দিয়েছেন এমন নজীর নেই, উল্টো মাজারে বসে এসব খেয়ে মোল্লারা জিকির করছে এমন উদাহরন আছে।
শুধু মাত্র প্রেমের কারনেই দোররা মারতে হবে ও শুধু মাত্র মেয়েদেরকেই মারতে হবে এই আইন কোন ধর্মে আছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।