আমাদের কথা খুঁজে নিন

   

দোররা আতংকে দেলোয়ারা



সম্প্রতি কুমিল্লার মুরাদ নগরের এক অসহায় বিধবাকে তার সম্পত্তি আত্মস্থ করার জন্য এলাকার প্রতাপশালী ও বিশিষ্ট ওলামায়েকেরামগন ১০১টি দোররা মেরে নাপাক দেলোয়ারাকে দোররা মেরে শুদ্ধ করার উদ্যোগ নিয়েছিল । স্কুল মাঠে বসেছিল বিচার । কিন্তু স্থানীয় সাংবাদিক, বিবেকবান মানুষ সবার সম্মিলনে প্রশাসনের হস্তক্ষেপে ওদিন বিচার স্থগিত হলেও ধর্মের ধ্ধ্বজাধারী মহল বলেছে- তাদের বিচার কার্য যেকোনভাবে তারা যখন পারবে তখন করবেই । অথচ তার দোষ হচ্ছে ২০০২ সালে তার স্বামী মারা য়াবার পর তার স্বামীর ভিটায় সে সন্তান মিজানকে নিয়ে বসত করছে এটা তার দেবর-ভাসুররা চাইছেনা । এলাকাবাসী জানায় দেলোয়ারাকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে কমপক্ষে ১০০বার ব্যবস্থা নিয়েছে কিন্তু এলাকাবাসীর চাপে না পেরে এ ব্যবস্থা নিয়েছে ।

থানা পুলিশ এ ঘটনা জানে কিন্তু সবাই চুপ। সবার মুখ যেন পেরেকবিদ্ধ । দেলোয়ারা যেমন আতংকিত তেমনি বিপদের ভয়ে তার সাখথ কেউ কথা বলেনা । সে বাড়িবাড়ি কাজ করে খেত , এখন তাও বন্ধ । এটা গত ২৭ আগস্টের ঘটনা।

অথচ আজ পর্যন্ত কেউ কোন ব্যবস্থার কথা ভাবছেনা কয়কজন সাংবাদিক ছাড়া দু-একজন শুভানুধ্যায়ী যোগাযোগ করেছে । এই যদি হয় দেশের অবস্থা তাহলে দেরলায়ারাদের মতো অসহায়রা যাবে কোখায় ?আর জঙ্গীবাদের মূল হোতাদের উৎসমূল য়ে এটা তা ভাবলে কী ভুল হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.