সম্প্রতি কুমিল্লার মুরাদ নগরের এক অসহায় বিধবাকে তার সম্পত্তি আত্মস্থ করার জন্য এলাকার প্রতাপশালী ও বিশিষ্ট ওলামায়েকেরামগন ১০১টি দোররা মেরে নাপাক দেলোয়ারাকে দোররা মেরে শুদ্ধ করার উদ্যোগ নিয়েছিল । স্কুল মাঠে বসেছিল বিচার । কিন্তু স্থানীয় সাংবাদিক, বিবেকবান মানুষ সবার সম্মিলনে প্রশাসনের হস্তক্ষেপে ওদিন বিচার স্থগিত হলেও ধর্মের ধ্ধ্বজাধারী মহল বলেছে- তাদের বিচার কার্য যেকোনভাবে তারা যখন পারবে তখন করবেই । অথচ তার দোষ হচ্ছে ২০০২ সালে তার স্বামী মারা য়াবার পর তার স্বামীর ভিটায় সে সন্তান মিজানকে নিয়ে বসত করছে এটা তার দেবর-ভাসুররা চাইছেনা । এলাকাবাসী জানায় দেলোয়ারাকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে কমপক্ষে ১০০বার ব্যবস্থা নিয়েছে কিন্তু এলাকাবাসীর চাপে না পেরে এ ব্যবস্থা নিয়েছে ।
থানা পুলিশ এ ঘটনা জানে কিন্তু সবাই চুপ। সবার মুখ যেন পেরেকবিদ্ধ । দেলোয়ারা যেমন আতংকিত তেমনি বিপদের ভয়ে তার সাখথ কেউ কথা বলেনা । সে বাড়িবাড়ি কাজ করে খেত , এখন তাও বন্ধ । এটা গত ২৭ আগস্টের ঘটনা।
অথচ আজ পর্যন্ত কেউ কোন ব্যবস্থার কথা ভাবছেনা কয়কজন সাংবাদিক ছাড়া দু-একজন শুভানুধ্যায়ী যোগাযোগ করেছে । এই যদি হয় দেশের অবস্থা তাহলে দেরলায়ারাদের মতো অসহায়রা যাবে কোখায় ?আর জঙ্গীবাদের মূল হোতাদের উৎসমূল য়ে এটা তা ভাবলে কী ভুল হবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।