অসি ক্রিকেটাররা যেন ওল্ড ট্রাফোল্ডে গিয়ে নিজেদের খুঁজে পেয়েছেন। দুই ম্যাচ হারার পর অবশেষে বড় স্কোর গড়তে সমর্থ হয়েছে ব্যাটসম্যানরা। ওল্ড ট্রাফোল্ড টেস্টে প্রথম ইনিংসেই ইংল্যান্ডকে রানের চাপায় পিষ্ট করতে চাচ্ছে। তবে ইংল্যান্ডও ছেড়ে দেওয়ার পাত্র নয়। অস্ট্র্রেলিয়াকে ভালোই জবাব দিচ্ছে কুকের দল। প্রথম ইনিংসে সাত উইকেট ৫২৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল ক্লার্করা। রানের পাহাড় তাড়া করতে নেমে মাথা ঠাণ্ডা রেখেই ব্যাটিং করছেন ইংলিশ ব্যাটসম্যানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ উইকেটে ২৪৯ রান ছিল ইংল্যান্ডের। ১০০ রানে অপরাজিত ছিলেন পিটারসেন। এটি তার ক্যারিয়ারের ২৩তম শতক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।