আমাদের কথা খুঁজে নিন

   

চ্যালেঞ্জের মুখে পাকিস্তান

বোলারদের পর শ্রীলঙ্কান ব্যাটসম্যানরাও পাকিস্তানকে নাজেহাল বানাচ্ছে। দুবাই টেস্টের প্রথম দিন লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। কাল মাহেলা জয়াবর্ধনে ও কুশল সিলভার দাপুটে ব্যাটিংয়ে পিষ্ট হলো মিসবাহ্র দল। দিন শেষে চার উইকেটে ৩১৮ রান করেছে শ্রীলঙ্কা। জয়াবর্ধনে অপরাজিত সেঞ্চুরি করলেও মাত্র ৫ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক মিস করেছেন কুশল সিলভা। প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয়েছিল মাত্র ১৬৫ রানে। কাল ১৫৩ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। ইনজুরি থেকে ফিরে প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আদায় করে নিলেন ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি। জয়াবর্ধনের এখন শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। তার চেয়ে একটি বেশি সেঞ্চুরি রয়েছে কুমার সাঙ্গাকারার। আগের দিন শ্রীলঙ্কার স্কোর ছিল এক উইকেটে ৫৭ রান। কাল সকালে দলীয় স্কোরে আরও ৩১ রান যোগ করতেই দুই উইকেট হারায় তারা। দলীয় ৮৮ রানে তিন উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটেই চলে গিয়েছিল লঙ্কানরা। কিন্তু সেখান থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন জয়াবর্ধনে ও সিলভা। চতুর্থ উইকেটে তারা দুজন মিলে ১৩৯ রানের জুটি গড়ে। কুশল সিলভা আউট হওয়ার আগে ২২১ বলে করেন ৯৫ রান। ১০টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। আর দিন শেষে ১০৬ রানে অপরাজিত রয়েছেন মাহেলা জয়াবর্ধনে। অ্যাঞ্জেলো ম্যাথুজ অপরাজিত রয়েছেন ৪২ রানে। দ্বিতীয় দিনের শেষ সেশনটা বেশ নির্বিঘ্নেই পার করে দিয়েছেন জয়াবর্ধনে-ম্যাথুজ। পঞ্চম উইকেটে তারা দু'জনে ৯১ রানের অপরাজিত একটি জুটি গড়েছেন। পাকিস্তানি বোলারদের মধ্যে জুনায়েদ খান নিয়েছেন দুই উইকেট। একটি উইকেট করে পেয়েছেন রাহাত আলী ও মোহাম্মদ হাফিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.