ভুবনেশ্বর এবং অশ্বিন অস্ট্রেলিয়াকে বিপদেই ফেলেছিলেন। তবে এ বিপদ থেকে দলকে উদ্ধার করেন ওয়াটসন এবং বেইলি। দুজনেই সেঞ্চুরি করেন। ওয়াটসন ৯৪ বলে ১০২ এবং বেইলি ১১৪ বলে ১৫৬ রান। দুজনের ঝড়ো গতির দুই সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৩৫০ রান সংগ্রহ করে। ওয়াটসন ক্যারিয়ারে নবম সেঞ্চুরির পথে ১৩টি চারের পাশাপাশি তিনটি ছক্কা মেরেছেন। অন্যদিকে বেইলি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেছেন ১৩টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে। এ দুজন ছাড়া বাকিদের ব্যাট থেকে তেমন রান পায়নি অসিরা। ওপেনার ফিলিপ ১৩, ফিনচ ২০ এবং অ্যাডাম ৪৪ রান করেন। ব্যাটসম্যানদের দিনে ভারতীয় বোলারদের মধ্যে সফল ছিলেন অশ্বিন ও জাদেজা। দুজনেই দুটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর ও মোহাম্মদ সামি। ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে এরই মধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।