মন বসে না পড়ার টেবিলে
সোনারগাঁও কিংবা পানাম নগরীতে মনেহয় সবাই এক আধবার গিয়েছেন । তাই ভ্রমণের বর্ণনা নিয়ে বিরক্ত করব না । তারচেয়ে মাল্টিকালারের ফুল , কুত্তা , ছাগুময় একটি ফটোব্লগের দিকে মনোনিবেশ করি ।
কসমস ফুল ।
এইটা আর এর পরের দুইটার নাম জানি না ।
কেউ জানান ।
ফুলের ছবিগুলো সোনারগাঁও মিউজিয়াম কমপ্লেক্সে তোলা ।
ছোট বাচ্চাদের হাসি সবসময়ই ছবিতোলার জন্য দারুন সাবজেক্ট ।
পারশিয়াল কালারিং এর একটা টিউটোরিয়াল দেখলাম গিম্পের । তাই একটু মাতব্বরি করার চেষ্টা ।
ময়ূরের পেখম দিয়ে কেউ কান চুলকাতে পারে !!!
কি সুন্দর দুটো হাস-হাসী পরস্পরের দিকে চেয়ে করে হাসাহাসি ।
অট : মহিলা হাসকে কি বলে?
এরপর ছাগুর ছবি খুঁজতে গুগল করা লাগবে না । এই পোস্ট থেকেই কপি মেরে দিবেন
আমার নিজের ছবিও একখান দিলুম ।
দিবাস্বপ্ন কিন্তু কুকুরও দেখে
নিশানা কি রে ভাই !! আরেকটু হইলে আমারেই মেরে ফেলত
ভূত থাকতে পারে কিন্তু পোড়োবাড়ীতে । সাবধান!!
সোনারগাঁওয়ের কথা যখন বললামই তখন দুইটা পানাম নগরীর দুইটা পুরানো বাড়ীর ছবিও দিয়েই দিলাম ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।