আমাদের কথা খুঁজে নিন

   

সোনারগাঁ এক্সপ্রেস

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

শান্তিনিকেতনে একটা মেঠো পথ আছে দুইধারে বৃক্ষের সাড়ি গাছ চিনিনা বলে ধরুন সেগুলো দেবদারু অথবা কৃষ্ণচুড়া বা রেইন-ট্রি, ধরুন যেকোন একটা সেখানে কোমড় পেচিয়ে আমি আর বনবাতাসী একটু দূরে রবীন্দ্রনাথ, গাছের মগডালে কাকেদের কা কা বনবাতাসী বলে, দ্যাখো, কাকগুলো খাবলে খায় রোদ্দুর গাছের পাতার! ইস! যদি ঝড় আসতো! আমি ঝড় ডাক দেই কাকগুলো উড়ে যায়, ঝড় আসে, মেঠোপথের দুইধারে বৃক্ষের বেড়া বনবাতাসী বৃষ্টি ভেজা, রবীন্দ্রনাথের লাঠি ওঠে ঝড় আসে, ওহ! মাই ডিয়ার! তুমি ভীষণ সুইট! এ কোথায়? কোথায়? কাকগুলো ডেকে সাড়া ঝড়ের গায়েবী জানাজা, মেঘ ডাকে কড়কড়াৎ চমকে বিদ্যুত দুইহাতে মুখের মেঘ ভাঙা জলোৎসব তোলে আরেকটু দূরে সোনারগাঁ এক্সপ্রেস শান্তিনিকেতনে রেখে আসে কাকেরা তখনও খাবলে খায় বিকেলের রোদ্দুর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.