যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
সোনারগাঁ পানাম সিটিতে গেছিলাম আমি, শুভ আর মাশা।
.
সেই ঈশা খাঁর যুগ তো কবেই শেষ। এখন পানাম সিটির ভাঙ্গা দালানের ভিতরে যারা কোনমতে মাথা গোঁজে, যাদের কাছে ঐতিহ্যের চাইতে রাতে ঘুমানোর ঠাঁই অথবা শীত থেকে বাঁচা বেশি নিকট ও আসল বাস্তবতা, তাদেরই একজন প্রতিনিধি ছবির এই শিশুটি।
.
ছবির উৎসর্গ এই নতুন প্রজন্মের পানাম সিটিবাসীকেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।