রিজওয়ানুল ইসলাম রুদ্র ভেঙে দাও এই কাচের প্রাচীর এই চিরনষ্ট অন্ধের বিলাপ ঈশ্বরেরও নক্ষত্র ছিলো, ছিলো শ্যাওল্যাগন্ধী চিরঅন্ধকার রজনী ভীষণ মুষড়ে পড়া অনাহত জীবন সাত পাকে বাঁধা... যার প্রতিটা পরতে মৃত্যুর ভয়াল থাবা, ক্রমাগত আসে ঘিরে ব্ল্যাক উইডো কিংবা নিঃস্ব পথিকের বেশ ধরে। তবুও তোমার কাছেই জীবনের সব তোমার ভেতরেই পুরনো অভিশাপ নগ্ন সঙ্গীতের ভেতর সিসার ধাতব মাস্তুয়াল, বিঁধে যাচ্ছে একরে পর এক আর এসব শেষরাতের পাতায় লিখে রাখছে, বৃদ্ধ এক জটাধারী ঈশ্বর আমার, তোমার, আমাদের ঈশ্বর!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।