আমাদের কথা খুঁজে নিন

   

স্বৈরতন্ত্র আবার চাই, গনতন্তন্ত্রে মুক্তি নাই।

মাত্রাতিরিক্ত রকমের জ্ঞেয়ানী জনেরা আমার ব্লগের উটকো অতিথি বলে বিবেচিত হবে।

ইহা একটি গণহারে মাইনাস প্রত্যাশী পোষ্ট। দয়া করে মাইনাস দিতে কেউ কার্পণ্য বোধ করবেন না। যদিও মাইনাস বাটন টাকে আমিও খুব মিস করতেসি। চলেন আসল কথায় যাই।

১/ উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করুন। পুর্নমানঃ ৫০ (ক) আড়িয়াল বিলের কান্না শুনুন । । ১০ লক্ষ মানুষ বনাম - - - - - - - -, এতেই বুঝা যায় আমাদের দেশে নাই কোনো গণতান্ত্রিক - - - - - - - -। সরকার / স্বৈরাচার (খ) শেয়ার বাজার আজ - - - - - - - নিয়ন্ত্রনে, লাখো মানুষকে পঙ্গু করে দিল মেরুদন্ড হীন - - - - - - - মস্তিষ্ক হীন মন্ত্রী।

সরকারের / স্বৈরাচারের (গ) আর কত লাশ পড়লে পরে বাল মন্ত্রী ছুডা বুয়া স্বীকার করবেন যে - - - - - - পরিস্থিতির অবনতি হয়েছে এবং দেশে চলছে নিরব - - - - - - হত্যাযজ্ঞ। স্বৈরাচারী / আইন-শৃঙ্খলা (ঘ) আজকের - - - - - আগামী দিনের প্রিশিক্ষিত - - - - মেশিন। কিলিং / ছাত্রলীগ (ঙ) সবাইকে ডিজিটাল করব, - - - - - - ঘুচাব - - - - - - লোক নিয়োগ দিব। দলীয় / বেকারত্ব গালি-গালাজ কোনো ক্রমেই গ্রহণযোগ্য হবে না। ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.