আমাদের কথা খুঁজে নিন

   

“স্বৈরতন্ত্র আর রাজতন্ত্রও এই অগণতান্ত্রিক পরিবারতন্ত্র থেকে উৎকৃষ্ট”

খেলাফতে রাশেদিনের আমলে হযরত ওমার রাত্রি বেলাকে করেছিলেন তার শাসনামলের পরিক্ষাপত্র স্বরুপ এবং নিজেই তার মূল্যায়ন করতেন একই রকম ঘটনার সাক্ষী ছিল মুঘল সাম্রাজ্য , যখন আকবরের আমলে বাদশাহ রাতের বেলায় তার প্রজাদের অবস্থা নিজ চোখে দেখার জন্য বের হতেন। আল্লাহর কি অশেষ রহমত দেখুন আমাদের প্রধানমন্ত্রীরা বরাবরই আমার মনে আক্ষরিক অর্থেই শুধু চোখ,কান আর নাকের মালিক কিন্তু বাস্তবে আসলেই এরা বাক, দৃষ্টি আর শ্রবন প্রতিবন্ধি কেননা তাছাড়া কারও পক্ষেই তার দেশের নাগরিকদের দুঃখ আর দুর্দশার অবস্থা জানার পরও এত নির্বাক আর নিথর হয়ে থাকা সম্ভব নয়। আমাদের দেশের নাকি উন্নয়ন হয়েছে বহু এবং অনেক সংখ্যার মানুষ নাকি দারিদ্রসীমার উপরে উঠে এসেছে কিন্তু বিধিবাম আজকেও এক ফকির বলল, আগে ভিক্ষা কম পেতাম তবুও দেখা যেত খাওয়া দাওয়া চলত তিন বেলা কিন্তু এখন বেশী পেলেও দুই বেলা খাওয়া হয়না। যাক অর্থমন্ত্রী আর তার উপদেষ্টা দুই জনেই হার্ভার্ড গ্র্যাজুয়েট তাই বলা উচিত হবে না বৈকি তবুও বলি অর্থনীতির এই মূল্যস্ফীতির সূত্রও যদি রাস্তার ফকিরের কাছ থেকে শিখতে হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি টা লস হয়ে গেল না? যাক মানুষ ভাল নাই এখন তত্ত্বাবধায়ক বলেন আর যুদ্ধঅপরাধীর বিচার বলেন জনগণের কি আসলে সেই ব্যাপারে কোন আগ্রহ আছে ? না নাই, মানুষের এখন জীবন বিষময় হয়ে উঠছে জীবনযাত্রার মুল্যে,আবার তার উপর যদি যোগ হরতালের মতন বিলাসিতা তাহলে কি হয় বলেন ? আজকে আমি নিশ্চিত সবাইকে তিনগুন বেশী ভাড়া খরচে গন্তব্যে যেতে হয়েছে , বাজারে বেশী মুল্যে শাকসবজি আর মাছ কিনতে হয়েছে, আজকে স্কুল যাওয়া হয়নি , আজকেও অনেক অসুস্থ গরীবের হাসপাতালে যাওয়া হয়নি , বহু মানুষ নানা কাজে ঢাকা আসতে পারেনি ,আরও কত কি !! না আমরা একবারেই প্রস্তুত নই আপনাদের ছেলেদের কাজের দায়িত্ব নিতে, কেন নিবো? “রাজতন্ত্রও এই অগণতান্ত্রিক পরিবারতন্ত্র থেকে উৎকৃষ্ট” সপ্নের কথা কি বলবো ,আমাদের দেশের কোন মানুষ কি আছে যাদের সপ্ন অবশিষ্ট আছে এই দেশে অশিক্ষা আর বেকারত্তের মাঝে ? না নাই থাকতে পারেনা । তবে আজকের শিশুদেরও থাকবে না? তারা কি সুন্দর একটি দেশ পাবেনা ,যেখানে পরিপাটি সুন্দর একটি রাজনৈতিক অবস্থা থাকে ?যেখানে হরতাল নামক শব্দটি থাকবেনা ,থাকবেনা দুর্নীতি ? থাকবে হয়ত তবে সেদিন যেদিন নিচে লিখা কথাগুলি কিছুটা উপলব্ধি করে বাস্তবে প্রয়োগ করতে শিখব --- "Fate is uncertain but not unchangeable " let it do what it can ..... self is very powerful ..... Don't ever underestimate youself .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.