আমাদের কথা খুঁজে নিন

   

স্বৈরতন্ত্র মূলমন্ত্র হলে অন্যদের বিদেয় করে দিন।

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ

বাঙ্গালী মুখে মুখে গনতন্ত্রের খই ফুটায় কিন্তু গনতন্ত্রে বিশ্বাস করে না। হাসিনা খালেদা নেতা উপনেতা পাতিনেতা বড় চামচা ছোট চামচা এমনকি সাধারণ জনগনও। রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় রাটষ্ট্রপতি ছিলো স্বৈরশাসক আর এখন মন্ত্রীপরিষদ শাসিত সরকারের সময় প্রধানমন্ত্রী হলো সেই। সবাই ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলে অথচ নিজেরাই ক্ষমতা বগলদাবা করে রাখে শিক্ষামন্ত্রী থাকা সত্বেও প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করে! যোগাযোগ মন্ত্রী আছে তথাপিও প্রধানমন্ত্রী ছাড়া ব্রীজ বা পাড়া মহল্লার কালভার্টও উদ্বোধন হয় না!! তেমনি বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎমন্ত্রী আছে অথচ বিদ্যুৎ খুঁটি পুঁততে প্রধানমন্ত্রীকেই যেতে হয় সুন্দরবন বা বান্দরবন! প্রধানমন্ত্রী একাই যদি সব পারেন তাহলে অন্যদের দরকার কি? স্বৈরতন্ত্র মূলমন্ত্র হলে অন্যদের বিদেয় করে দিন। জনগণের পয়সা বাঁচান। গণতন্ত্রে বিশ্বাসী হলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করুন। দু:খ করেই বলতে হচ্ছে, আসলে সবতন্ত্রই ভালো যদি সঠিক ব্যবহার হয়। আর অপব্যবহার হলে গনতন্ত্রও ভালো নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.