আমাদের কথা খুঁজে নিন

   

দৈত্য ফেদেরার জোকোভিচে বধ

সাবধান!! এখানে সিআইএ-র গোপন ক্যামেরা আছে
শীর্ষবাছাই রাফায়েল নাদালের পর এবারের অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন দ্বিতীয় বাছাই রজার ফেদেরারও। একটু আগে শেষ হওয়া সেমিফাইনালে তিনি তৃতীয়বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচের কাছে ৭-৬,৭-৫,৬-৪ ব্যবধানে হেরে যান। শীর্ষ দুই বাছাই খেলোয়াড়ের বিদায়ে এবারের টুর্নামেন্ট অনেকটাই জৌলুস হারালো। এখন শিরোপা লড়াই মূলত ব্রিটিশ অ্যান্ডি মারে ও সার্ব জোকোভিচের মধ্যে সীমাবদ্ধ। ডার্কহর্স স্প‌্যানিশ ডেভিড ফেরার যে এর মধ্যে একেবারেই নেই তা কিন্তু নয়।

ফেদেরারের ভক্ত হিসাবে আজ বেশ আগ্রহ নিয়েই খেলা দেখতে বসেছিলাম। যদিও প্রিয় তারকা হেরে যাওয়াতে কিছুটা মন খারাপ কিন্তু দুজনেরই খেলায় মন ভরেছে। লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ৫৭ মিনিট স্থায়ী প্রথম সেটই গড়িয়েছে টাইব্রেকারে। যেখানে নোভাক জোকোভিচ ৭-৩ ব্যবধানে টাইব্রেক সেট শেষ করেছেন।

ফলশ্রুতিতে প্রথম সেটের ব্যবধান দাড়ায় ৭-৬। দ্বিতীয় সেটেও সমানতালে লড়াই হয়েছে। প‌্রথম গেম ফেদেরার জেতেন তো দ্বিতীয় গেম জেতেন জোকোভিচ। এমনকি প‌্রতিটি পয়েন্টের জন্য ২৫ শট পর্যন্ত খেলতে হয়েছে। ৫-২ গেমে ফেদেরার এগিয়ে থাকা অবস্থায় জোকোভিচ টানা ৭টি গেম জিতে ৭-৫ ব্যবধানে ৬১ মিনিট স্থায়ী দ্বিতীয় সেট শেষ করেন।

তৃতীয় সেটের শুরুতে ফেদেরারকে বেশ বিমর্ষ লাগছিল সেইসাথে কিছুটা নার্ভাসও। ক্যামেরা বারবার ফেদেরারের স্ত্রী ভেরোনিকাকে ফোকাস করছিল। আর ভেরোনিকা অনবরত আঙ্গুলের নখ খুঁটে চলেছিলেন। সম্ভবত ফেদেরার আর ওই নার্ভাস ভাবটা কাটিয়ে উঠতে পারেনি। তবুও আমি আশায় ছিলাম ফেদেরার বলে কথা।

শেষের তিন সেট টানা জিতে তার বিস্ময়কর প্রত্যাবর্তন আমি বেশ কয়েকবার দেখেছি। তাছাড়া কুল হেডেড বলে তার আলাদা একটা সুনাম আছে। কিন্তু আজ দিনটি ছিল যে জোকোভিচের। প্রথম গেম জেতেন ফেদেরার। এরপর জোকোভিচ টানা চারটি গেম জিতে ৪-১ এগিয়ে যান।

তখন ফেদেরারের হার মাত্র সময়ের ব্যাপার। এ অবস্থায়ও তিনি ৪-৪ গেমে সমতা আনেন। কিন্তু ওই পর্যন্তই, আর কুলিয়ে ওঠতে পারেননি। ৬-৪ ব্যবধানে ৬২ মিনিটে হেরে যান তৃতীয় সেট। সেই সাথে পাঁচটি অস্ট্রেলিয়ান ওপেন জেতার স্বপ্নভঙ্গ হয়।

ফাইনালে নোভাক জোকোভিচ নাক উচু স্বভাবী ব্রিটিশদেরর শেষ সম্বল অ্যান্ডি মারে অথবা স্প‌্যানিয়ার্ড ডেভিড ফেরারের মোকাবিলা করবেন ম্যাচের উল্লেখযোগ্য কিছু পরিসংখ্যানঃ ফেদেরার এইস মেরেছেন ৫টি, অপরদিকে তার প্রতিদ্বন্ধী জোকোভিচ মেরেছেন ৬টি। নোভাক জোকোভিচ ডাবলফল্ট করেছেন ৫ বার, অন্যদিকে ফেদেরার আজ কোনো ডাবলফল্ট করেননি। ফেদেরারের আনফোসর্ড এরর করেছেন ৪৪ বার, আর জোকোভিচ ৩৫ বার। ফেদেরারের উইনার ৩৫টি, জোকোভিচের ২৯টি। মোট পয়েন্ট জিতেছেন ফেদেরার ১১১টি, আর জোকোভিচ ১১৯টি।

আজ ফেদেরারের সার্ভের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ২০৩ কিমি, জোকোভিচের ঘন্টায় ২০৭ কিমি। তুলনামূলক ফেদেরারই ভালো খেলেছেন কিন্তু তবুও হেরে গেলেন। জীবন এরকমই হয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।