আমাদের কথা খুঁজে নিন

   

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী :এটা কতোটা সত্য?



স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যে যা-ই বলুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করে যাবে। আত্মরক্ষার জন্য তাদের ছোড়া গুলিতে সন্ত্রাসীর মারা যাওয়াটাই স্বাভাবিক। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির ৭ম সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সভায় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেকে অনেক কথাই বলবে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করে যাবে। সন্ত্রাসীরা গুলি করলে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করতেই হবে। এতে সন্ত্রাসীরা মারা যাবে, এটাই স্বাভাবিক। সাহারা খাতুন আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সন্ত্রাসীকে ধরতে গেলে সন্ত্রাসীর সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এক্ষেত্রে তারা কি গুলি খাবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিজেদের বাঁচাতে গুলি ছোড়ে।

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে পুলিশও র্যাবের পথ অনুসরণ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রশ্ন ছুড়ে বলেন, মানবাধিকার সংস্থাগুলো কি শুধু সন্ত্রাসীদের পক্ষে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সন্ত্রাসীরা মারা গেলে মানবাধিকার সংস্থাগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করে। কিন্তু সন্ত্রাসীদের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মারা গেলে বা সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হলে তারা কোনো প্রতিক্রিয়া জানায় না। তারা কি শুধু সন্ত্রাসীদের জন্যই। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতি রাখেনি, অন্যদিকে এ ক্ষেত্রে এখন র্যাবের পথে হাঁটছে পুলিশ—হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনে এ মত প্রকাশের পরদিনই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দাবি করেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না।

মন্ত্রী র্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গেয়েছেন বলে এইচআরডব্লিউর প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভুল কিছু করছে না। এইচআরডব্লিউর প্রতিবেদন অনুযায়ী, ২০০৪ সালে র্যাব গঠন হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬২২ জনকে হত্যার কথা স্বীকার করে র্যাব বরাবরই দাবি করে আসছে, তারা বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। র্যাব আত্মরক্ষার্থে গুলি চালায়—এমনটি মনে করেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রীও। এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ২০১০ সালে দেশে গুরুতর মানবাধিকার সমস্যা সমাধানে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষা হয়নি।

বন্ধ হয়নি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সেই সঙ্গে এসব ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দণ্ড থেকে পার পেয়ে যাচ্ছেন। দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। সম্প্রতি ভারত-বাংলাদেশের স্বারষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের কথা উল্লেখ করে সাহারা খাতুন জানান, সীমান্ত এলাকায় ফেনসিডিল কারাখানা বন্ধ করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ফেনসিডিলের আসা কমেছে। এছাড়া সীমান্ত এলাকায় বিএসএফের হত্যাকাণ্ড বন্ধে আশ্বাস পাওয়া গেছে। তবে অন্যান্য মাদক দেশে প্রবেশ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক প্রতিরোধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সভায় টেন্ডারবাজি বন্ধে ইলেকট্রনিক প্রকিউরমেন্ট সিস্টেম চালু করার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে সাহারা খাতুন বলেন, শিগগিরই চারটি দফতরে এ পদ্ধতি চালু করা হবে। প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, বিভিন্ন ঘটনায় র্যাব-পুলিশকে জবাবদিহি করতে হচ্ছে। বিভিন্ন অভিযোগে এরই মধ্যে অনেক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সন্ত্রাসীদের গুলি বন্ধ করার কোনো উপায় নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার্থে গুলি করলে সন্ত্রাসীরা মারা যাচ্ছে। তবে অযাচিত বা অযৌক্তিকভাবে কোনো ঘটনা ঘটালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী : আইনশৃঙ্খলা বাহিনীর আত্মরক্ষার গুলিতে সন্ত্রাসী মরাই স্বাভাবিক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না : এটা কতোটা সত্য? ওনি কি বুঝে বলছেন নাকি চাপাবাজি করছেন? Akber Rabby


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.