অপেক্ষার ক্ষণ যেনো অনন্ত মহাকাল
হৃদয় হ্রদে বাসা বাঁধে স্বপ্ন শৈবাল ।
এরই মাঝে তুমি আমি যাই দূরে সরে
বয়ে যাওয়া স্রোত কভু তীরে নাহি ফেরে ।
তুমিও হারিয়ে যাবে-জানি ফিরবেনা-
কথা ছিলো কোনদিন হারিয়ে যাবেনা ।
তাই-ই যদি হবে তবে কেন চলে যাওয়া ?
অপেক্ষার ক্ষণ গুনে এই মোর পাওয়া !
----------------------------------------------------
( ভীষণ ভালোবাসার মানুষগুলোকে আমরা কখনই বেশিদিন ধরে রাখতে পারিনা । কোনো এক অজানা আশ্চর্য প্রতিশোধে প্রকৃতি কোনো না কোনো ভাবে এই মানুষগুলোকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয় !
কখনও যদি ভীষণ ভাবে ভালোবাসার মতো কাউকে খুঁজে পাই এই জনমে,তাহলে ভালোবাসার গভীরতম কোনো মুহুর্তে তাকে শোনাবো বলে এই কবিতাটা লিখে রাখলাম । যেনো বিদায়ের মুহুর্তে আমার সেই প্রচন্ড ভালোবাসার মানুষটাকে রিক্ত হাতে চলে যেতে না হয় । আমার এমন দু-একটি কবিতাই হয়তো ভালোলাগা হয়ে তার স্মৃতিপটে থেকে যাবে,হোকনা তার বিদায়ে আমার পৃথিবী নি:স্ব .........)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।