আমাদের কথা খুঁজে নিন

   

‘কৃষকদের হাসিটাই বিনোদন’

শাইখ সিরাজ। প্রখ্যাত টেলিভিশন ব্যক্তিত্ব। প্রতিবছরের মতো এবারের ঈদেও আয়োজন করেছেন ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি। কৃষকদের নিয়ে এই গেম শোটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে, ঈদের তৃতীয় দিন।

চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালার বিশেষ আকর্ষণকৃষকের ঈদ আনন্দ’...
এবার আমরা গিয়েছিলাম কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুরে।

কৃষকদের খেলাধুলাগুলো তো থাকছেই, পাশাপাশি স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, কুমিল্লা যেসব কারণে বিখ্যাত, সেখানকার কৃষকদের পাওয়া না-পাওয়া—অনেক কিছুই উঠে এসেছে এবারের আয়োজনে।

গ্ল্যামার নেই, তারকা নেই, তবু অনুষ্ঠানটির জনপ্রিয়তা...

আমরা যতই আধুনিক হই না কেন, নাড়ির টান কিন্তু আছে। এ কারণেই ঈদ এলে হাজার কষ্ট করেও কিন্তু মানুষ নাড়ির টানে বাড়ি যায়। আমাদের ঐতিহ্যের শিকড় গ্রামে, কৃষি থেকেই আমাদের কৃষ্টি। আমি, আপনি কতটুকু হাসব, কতখানি হাসলে আমাদের ব্যক্তিত্ব ঠিক থাকে—এসব ভাবতে হয়।

গ্রামের কৃষকেরা প্রাণ খুলে হাসেন। এবারের অনুষ্ঠানেও দেখবেন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই তাঁরা খেলাগুলো উপভোগ করেছেন। তাঁদের হাসিটাই বিনোদন, গ্ল্যামারের দরকার হয় না। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.