আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কৃষকদের একটি প্লাটফর্ম করে দিয়েছি

 

অনুষ্ঠানটির ১০ বছরের প্রত্যাশা ও প্রাপ্তির জায়গাটা যদি একটু বলতেন?

আমাদের প্রত্যাশার জায়গাটা হচ্ছে কৃষি, কৃষি বাজার ব্যবস্থা, দেশের বাইরে কৃষি কলাকৌশল প্রযুক্তি, কৃষকদের অধিকার ও তাদের মধ্যে সচেতনতা তৈরি করা, তাদের অধিকারের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো, গ্রাম ও শহরের দূরত্ব কমিয়ে আনার চেষ্টা। কৃষি বাজেট ইত্যাদি বিষয়গুলো আমরা তুলে আনার চেষ্টা করেছি। আর প্রাপ্তির জায়গাটা হচ্ছে, আমরা কৃষকদের কথা বলার একটি প্লাটফর্ম করে দিয়েছি। আমরা কৃষকদের অধিকার নিয়ে কথা বলেছি, কৃষকদের স্বাস্থ্য নিয়ে কথা বলেছি। আমরাই প্রথম চ্যানেল আইয়ে কৃষি বাজার ব্যবস্থাপনা, ফসলের ন্যায্যমূল্য নিয়ে সংবাদ প্রচার শুরু করলাম।

কৃষিটা যে একটি সংবাদ হতে পারে আমরাই প্রথম দৃষ্টান্ত তৈরি করেছি। যেখানে একজন কৃষক তার অধিকারের কথা বলতে পারতেন না, আজ সেই কৃষক এ অনুষ্ঠানের মধ্য দিয়ে একজন চেয়ারম্যান বা মেম্বারের সামনে মাইক্রোফোন হাতে কথা বলছেন। এটিই আমাদের প্রধান প্রাপ্তি। আমাদের পুরো বছরের কৃষকদের সব কর্মকাণ্ড নিয়ে একটি ফাইল আমরা অর্থমন্ত্রীর কাছে জমা দেই। অর্থমন্ত্রী তার মতো করে কিছু সংযোজন ও বিয়োজন করেন।

আমাদের সাফল্যের আরও একটি ধাপ হচ্ছে কৃষকদের কৃষি উপকরণ কার্ড, কৃষি বাজেট ইত্যাদি।

 

এই অনুষ্ঠানটি ছাড়া আপনি আরও কিছু অনুষ্ঠান করেন তা নিয়ে কিছু বলুন?

আমরা 'কৃষি বাজেট কৃষকের বাজেট' শিরোনামের একটি অনুষ্ঠান করছি যেখানে জাতীয় বাজেটের কৃষিখাত সম্পর্কে কৃষকের অংশগ্রহণমূলক মুক্ত আলোচনা ও মতামত প্রদান করা হয়। 'কৃষকের ঈদ আনন্দ' নামের আরও একটি অনুষ্ঠান আমরা করে থাকি। সেখানে আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরে কৃষককে জাগ্রত করার উদ্দেশ্যে 'ফার্মারস গেইম শো' করে থাকি। আমাদের আরও একটি ভালো অনুষ্ঠান হচ্ছে_ 'ফিরে চল মাটির টানে'।

যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠপর্যায়ে ব্যবহারিক কৃষি শিক্ষামূলক কার্যক্রম শেখানো হয়। এ ছাড়াও রয়েছে 'ফার্মারস ফাইল, কৃষকের স্বাস্থ্য ।

 

১০ বছর পূর্তিতে নতুন কোনো পরিকল্পনা আছে?

১০ বছর পূর্তি উপলক্ষে দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন, কৃষির বাণিজ্যিক জলবায়ুর পরিবর্তর্নের প্রভাব মোকাবিলা ও গ্রামীণ জীবন ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক গণমাধ্যমের ভূমিকাকে আরও কার্যকর করে তুলতে এ বছরের পথচলার শুরুতেই রয়েছে ব্যবসায় প্রশাসন অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য 'কৃষি উদ্যোগ প্রতিযোগিতা'। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার প্রকৌশল বিভাগে অধ্যয়নরতদের জন্য আয়োজন করা হচ্ছে কৃষিবিষয়ক অ্যাপস তৈরির ওপর মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক অনুষ্ঠান। চলতি বোরো মৌসুমেই শুরু হবে অনুষ্ঠানটি।

এ ছাড়া দেশের কৃষকদের মধ্যে সমকালীন কৃষি জ্ঞান ও তথ্য আদান-প্রদান নিয়ে কৃষিবিষয়ক একটি জাতীয় কুইজ প্রতিযোগিতা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সরকার কৃষকদের যতটুকু সুবিধা দেওয়া প্রয়োজন তা কি তারা পাচ্ছেন বলে আপনি মনে করেন?

যত গুরুত্ব পাওয়ার কথা ততটুকু কৃষক পাচ্ছেন না। তাই গোটা বাজেট থেকে কৃষি বাজেট আলাদা করা উচিত। আলাদা বাজেট ঘোষণা হলে এ খাত সবার নজরে আসবে। বাজেট সাধারণত ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়।

ওপর থেকে চাপিয়ে দেওয়ায় কৃষকদের কী চাওয়া, তা বাজেটে প্রতিফলিত হয় না।

ফলে কাজের কাজ কিছুই হয় না। এ জন্য কৃষক কী চান, তা জেনে বরাদ্দ দিতে হবে। এ বছরও আমরা অনেক জেলায় কৃষকদের সঙ্গে বৈঠক করেছি। সেখানে সরকারের মন্ত্রীরা অংশ নিয়েছেন।

আমি অনেক কৃষকের সঙ্গে কথা বলেছি। তারা ভর্তুকি চান না। তারা চান ১০ শতাংশ লাভে পণ্য বিক্রি করতে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় কৃষিপণ্যের বাজারমূল্য ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দাম নিশ্চিত করতে সরকারের যেমন একটি ব্যবস্থা থাকা উচিত, তেমনি ধান, পাট, আলু, পিয়াজ, হলুদ, রসুনের মতো আরও কিছু পণ্যের মূল্য সরকারকে নির্ধারণ করে দিতে হবে।

এ জন্য একটি মূল্য নির্ধারণ কমিশন থাকতে হবে। এ ছাড়া কৃষকের ভাগ্য উন্নয়ন সম্ভব নয়।

 

কমিউনিটি এঙ্চেঞ্জ মার্কেটিং আমাদের দেশে কি প্রয়োজন আছে?

এটি এখন শুধু সময়ের দাবি। আর এটি নতুন কিছু নয়। ভারত, নেপালসহ পৃথিবীর অনেক দেশেই এটি আছে।

এ ব্যবস্থায় কৃষক আগেভাগে তার পণ্য বিক্রি করে অর্থ পেতে পারবেন। ধরা যাক, একজন কৃষকের ৫০০ মণ ধান হবে। সেই ধান কৃষক আগেভাগে কমিউনিটি এঙ্চেঞ্জ মার্কেটে বিক্রি করে দিলেন। এ জন্য ব্যাংক-বীমা যুক্ত থাকতে হবে। অর্থের গ্যারান্টি দেবে ব্যাংক।

আর কোনো দুর্যোগ হলে বীমার মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন কৃষক।

ঙ্ আলী আফতাব

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.