গত তিন বছরে কৃষির ফলন বেড়েছে প্রায় ৬ গুণ। সকল ফসলের গড় হিসেবে সেটাই বলছে বিজ্ঞানীরা। কিন্তু কৃষক দাম পায়নি একটি ফসলেরও। ধান, গম, পাট, সবজি, সবকিছুতেই চালান নিয়ে টানাটানি। তারপর এই ঈদে গরুর দাম পায় নি কৃষক।
আমরা কম দামে গরু কিনে খুশী হতে পারি কিন্তু কৃষক তো বঞ্চিত হলো।
এর মধ্যে আবার কৃষকদের নিয়ে ঈদ আয়োজন আমার কাছে প্রবঞ্চনার মতো মনে হয়।
কৃষক এখন কর্পোরেট শ্রমিক। তারা ফসল ফলায় চাল কলের জন্য, কোম্পানীর জন্য ফলায় সরিষা মশলা ইত্যাদি। আম কাঠালও চলে যায় জুস কোম্পানির কাছে।
দেশটা কৃষি নির্ভর হলেও কৃষকরাই সবচেয়ে বঞ্চিত। মধ্যবিত্তকে সস্তায় খাওয়ানোর চেষ্টা আছে কিন্তু কৃষকের জন্য কিছুই নাই। আমার গ্রামের এক কাহিনী দিয়ে শেষ করি।
মাছ ধরেছে কৃষক। বিশাল বোয়াল।
নিজের খেতে ইচ্ছা করছে কিন্তু ঘরে চাল নেই। কিন্তু মাছ খাওয়ার ইচ্ছাটা সামলাতে না পেরে বিশাল বোয়াল রান্না করলো তেল নুন দিয়ে। (মশলাও তো ঘরে তেমন নেই। বললাম --- মাছটা বিক্রী করে তো চাল কিনতে পারতেন। ৎ
উত্তরে বলল:
রাত জাগিয়া মাছ ধরছি--- ঘরে নাইকো চাল
মাছই আগে খেয়ে নেই-- ভাত খামু কাল।
এই হৃদয়ের ক্রন্দন না শুনে ঈদের আনন্দ আয়োজন--- তেল মারা কলাগাছে আরোহন মার্কা অনুষ্ঠানের আয়োজনকে প্রবঞ্চনা ছাড়া কি বলবো?
আমার সাথে কেউ একমত হতেও পারেন নাও হতে পারেন। আমার নিজের অনুভূতিটা এরকমই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।