* সকাল ১০:৩০ সিদ্ধান্ত গ্রহণ। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে... এক সপ্তাহ হয়ে গেল, আজকে গোসলটা কইরাই ফেলতে হবে!
* বেলা ১১:০০ সিদ্ধান্ত পুনর্বিবেচনা। নাহ্ আজকে আসলেই গোসল করতে হবে, সেই উদ্দেশে চুলায় গরমপানি বসানো। চুলা জ্বালানোর পরে যথারীতি আবার ফেসবুকে বসা।
* ১২:৪৫ হায় হায়, চুলায় বসানো হাঁড়ির সব পানি তো বাষ্প হইয়া উইড়া গেল, পাতিল তো প্রায় খালি! ঠিক কাছে, ব্যাপার না। আবার পানি দিই। একবারে গরম না হলে পানি দেও দ্বিতীয়বার! আবার ফেসবুকে।
* ১:৩০ পানি কি গরম হইয়া গ্যাছে। তারপর হালকা করে পানি ছেড়ে দিয়ে রাখলাম আস্তে আস্তে বালতি ভরুক, আমিও একটু ফেসবুকে ঘুরে আসি। এত গরম পানি দিয়ে তো গোসল করা যাবে না।
* ১:৪৫ থাক। আগে ভাতটা খেয়ে নিই, খাওয়ার পরে গোসল করা যাবে ধীরে-সুস্থে। মধ্যাহ্নভোজ।
* ২:০০ মাত্র ভাত খেলাম। একটু রেস্ট নেওয়া দরকার, এই অবসরে পাঁচ মিনিটের জন্য ফেসবুকে বেড়িয়ে এলে ক্ষতি কি?
* ২:২৫ নাহ্ গোসলটা কইরাই ফেলি! তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো রে...
* ২:৪০ হায় হায়, পানি তো ঠাণ্ডা হইয়া গ্যাছে...!
* ২:৪৫ দার্শনিক উপলব্ধি। উন্নত বিশ্বে শীতের দিনে মাসে দুই-তিন দিন গোসল করে, আমি তো মাত্র গত সপ্তাহে একবার গোসল করলাম!
* ২:৫০ দুই হাত ভালো করে সাবান দিয়ে কব্জি পর্যন্ত ধোয়া, মুখে ফেসওয়াশ, গলায় গামছাখানি বেঁধে আধা মগ পানি মাথায় দেওয়া, আর পায়ের পাতায় সিকি মগ পানি। শীতের দিনে কি গায়ে ধুলো ময়লা পড়ার সুযোগ পায় নাকি? যেসব জায়গায় ধুলো পড়ার সম্ভাবনা আছে সেগুলো ধুয়ে ফেললেই হইলো!
* ৩:০০ ফেসবুক স্ট্যাটাস প্রদান। 'এই ঠাণ্ডা আবহাওয়ায় কনকনে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করে আসলাম, ফ্রেশ লাগতেছে... শীতে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করার মজাই আলাদা...!!'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।