আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগ ক্ষমতায় গেলে গণতন্ত্র বিপন্ন হ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতাসীন হয়, তখনই গণতন্ত্র বিপন্ন হয়। জনজীবনে নেমে আসে চরম দুর্দশা। তারা ক্ষমতা পেলে আর ছাড়তে চায় না। আওয়ামী লীগের একদলীয় বাকশালী শাসনের ইতিহাস জনগণ ভোলেনি। বর্তমানেও তাদের অশুভ প্রতিযোগিতা সেই ইঙ্গিতই বহন করছে।

ড. মোশাররফ কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে গতকাল প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, ২০০৬ সালে আওয়ামী লীগ সংবিধানের তোয়াক্কা করেনি। শেখ হাসিনা সেদিন নির্বাচনে না গিয়ে লগি-বৈঠার রাজনীতি করেছেন। দেশের রাজনীতিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছিলেন। আজ সেই আওয়ামী লীগ সংবিধানের দোহাই দিয়ে তাদের দলীয় সভানেত্রীর অধীনে নির্বাচন করতে চায়। এখন কেন জনগণ সংবিধান অনুযায়ী নির্বাচন গ্রহণ করবে? এই সংবিধানে জনগণের কোনো ম্যান্ডেট নেই। তারা সংবিধানের কথা বলে জাতির সঙ্গে প্রতারণা করছে। ড. মোশাররফ আরও বলেন, দলীয় সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না। ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপি নেতা আলহাজ ফজলুল হক, কমান্ডার আব্বাস উদ্দিন মাস্টার, সুপ্রিমকোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন ও মেজবাহ উদ্দিন বায়েজীদ প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.