আমাদের কথা খুঁজে নিন

   

অকৃত্রিম বাংলাদেশ একটি নষ্টালজিয়া



জলের ছলাৎ শব্দে ভেসে আসে সারিগান। কোন সুদূর থেকে ডাকে কোড়া পাখি, বুনো ঝোপ থেকে উঁকি মারে সন্ত্রস্ত নেউলের মুখ। নৌকোর মতো পাতিহাঁস ভাসা- আজানুলম্বিত আমাদের বরষামঙ্গল। কী দ্রুত হারিয়ে যায় নৈঞর্থক আমাদের প্রগতির ভাঁজে। আমাদের অন্ধকার , আমাদের পিলসুজ, নিবু নিবু প্রদীপের শিখা ।

সবুজ বিচালি-ঘাস ধান কি গমের আবাদ। ঝাঁক বেঁধে উড়ে যাওয়া জলচর পাখি। তারপর নীলডাঙ্গা, গোসাপ মাড়িয়ে যাওয়া, মাড়িয়ে যাওয়া চোনা ও গোবর। মাটিলেপা উঠোনের স্বেদ, কেঁচোখোড়া মাটির ঢিবি,উঁইয়েদের ঝাঁক। জলপিপি, ডোরাকাটা ঢোঁড়া ও হিহিংস্র কেউটের ফণা।

গাভীর দুধেল বাট, জারুল কি হিজলের ফুল, অশ্বত্থের ঝুরি। জল ছোঁয়া মাছরাঙা । আমাদের নরোম মাটির ভাঁপ, ভাঁটফুল, স্নিগ্ধ গ্রাম-অকৃত্রিম বাংলাদেশ! স্মৃতির সেলুলয়েডে বারবার হেনে হেনে যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.