এইসব ভালো লাগে...
এখানেও ফুল ফোটে
পাখি গায়
এখানেও অনেক উপরে মেঘ বলে যায় যাবো যাবো!
এখানেও বৃষ্টি হয়, শীত বিকেলে রোদ গায়ে আদর মাখায়
পরম মমতায় শরীর থেকে ঝরে পরে তারপর
এখানেও চাঁদ ওঠে রাত নামে শূণ্যতার
সেরের উপর সোয়া সের পাই বর্ণিল বৃক্ষরাজি!
পাতা ঝরার দিনে আমাকে রাজ্যহীন রাজার মত
অভিবাদন জানায় গাছেরা
তারপর ও এখানে কি যেনো নেই নেই
ফেরাই চতুর্দিকে দৃষ্টি
সবচে ধবল সুশ্রীর মুখশ্রীতে হারাই
আচম্বিতে ফিরে দেখি সবদিক থেকে
ডেকে ডেকে বিহ্বল করে আমার আনন্দময়ীর
এলোচুল আর হাসি হাসি মুখ!
(ম্যারাখা তে আসার পর প্রথম কোবতে!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।