!!!!!!
দেহের ভিতর প্রানের বাস-
করছে আমার সরবনাশ;
দেহ নিয়ে লুকোচুরি-
প্রণ করে হাসফাসঁ।
সারাদিনের লীলাখেলা-
সবই যে আজ দেহের বেলা,
দেহের মায়া-দেহের কায়া-
প্রণের কি আর আছে ছোয়া?
প্রাণ ছাড়া কি দেহ হয়?
সে কোথা কি মনে রয়?
দেহের ভিতর প্রানের বাস-
খোদা তোমার বসবাস,
তবু কেন শয়তান এসে-
দেহটাকেই পেয়ে বসে?
দুনিয়াজোড়া ছোট-বড়-
দেহের মাপে ভর কর ,
মনের মাপের কত যে ভর-
কেউ খেয়াল না কর।
দেহের ভিতর প্রণের মেলা-
হয়ে উঠুক আসল খেলা,
প্রনে প্রনে হেসে উঠুক-
সধের সাঝবেলা!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।