আমাদের কথা খুঁজে নিন

   

দেহের সবক

_________________সেলাই গাছের কারখানা _______________________________________

দেহের সবক সৈয়দ আফসার চোখ চোখ গাঁথলাম চোখে গুপ্তনাম জমজভাই চোখ ঘুমিয়ে গেলে ছোঁ-মেরে ঘুমকে জাগাই তোমাকে মৎস্যরূপে ধরি... না-বলা এ-টুকুই অবশেষে চোখও স্বীকার করলো তাকানোর চেয়ে আর- আর কিছু সুন্দর হতে পারে না, চোখ স্বপ্নভর তোলপাড় চোখ বন্ধ করে দেখি চোখের বিকল্প শুধু চোখ বাসনারস নিজেকে অস্থির করে তুলে, তাই না? সখি সেদিন থেকে চোখের ফাঁদে পড়ে দু'চোখ বুঁজে শুধু চোখেরই সৌন্দর্য্য দেখি মাথা মাথা পেতেছি বালিশে, শীত তাড়ানোর ছলে শুয়ে থাকার গর্ব গলে তুইও নিদ্রা তাড়িত হলে যা জানিস ভেবে-চিন্তে বলিস; স্বপ্ন নাইবা জাগালে বুদ্ধির কোন অহংকার নেই, প্রয়োজন দৃশ্যময় লুপ্ততাড়না হিতে বিপরীত হ'লি তুই; আত্নবোধে জমে না দুঃখ-বেদনা যাবো চুপে তৃষ্ণার্ত বুকে, দেখবো কাঁচাজলের শিহরণ ছিটা বৃষ্টিতে তরমুজের চাষ... শ্বাসের ভেতর ভেজা গুটিস্তন না-ফোটাজলের ফাঁকে তুই একাই কী?... হ'লি খানখান গাল যদি গিলা যেত গাল, মিটে যেত জজ্ঞাল তোয়ালে ফুটতো না মৃদু... কালোতিল অভিমানি হতে শিখা... না-ভেজা আঙুল স্বাচ্ছন্দ্যখানি হাল বর্ষায় করেছো সচল অবগাহন-ঘ্রাণকথা, খোঁপায়গাঁথাচুল সৌন্দর্য্যের পুজো কে না করে, আমি শুধু বাদে, তোকে দেখে লুকোতে পারিনি মুখ, ধুর ছাই! মনে মনে বকে দুরের ফাঁকে নাকি আড়ালে-আবড়লে তুলতুলে গালে এখানেই হতবাক কতটা প্রেমান্মাদ? নরম ছরম লাগে আমাকে অনুপস্থিত রেখে তুলতুলে গালের দায়ভার তবে- কোথায় রেখেছিলে... _____________চলবে...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।