_________________সেলাই গাছের কারখানা _______________________________________
দেহের সবক
সৈয়দ আফসার
তিল
আমাকে ভেদ করে জেগে ওঠা রহস্যবিন্দু
আদিশিহরণ সচল হৃদয়ের কোন মতলবে
খেলছিল ব্যথা-বিচ্ছেদে না-ফাটা কালোতিল
কারো চাহনি কখন তাড়া করলো আদরের চিহ্নে
দেহবুক ছিঁড়ে ইচ্ছে বিন্দুর চরে জল-বৃষ্টি-জ্বলা
সেও জেগে ওঠা ছেঁড়া-স্পন্দন থেকে দেহবেহালা
মর্মকথা সবই তো সাময়িক, ভিন্ন ভিন্ন দৃশ্য-কৈফিয়ত
বিনিময় পশমে খাড়া করো না আকুলতা; দেহ-জড়িভূত
টিপ
দেহে জেগে আছো জেনে শীতঘন বনে
অতি বিনয়ের সাথে তাকাতে হয় গোপনে
তোমার ভাষ্যমতে চোখের তৃষ্ণা দেহমনে
বশে এনেছি পুণ্ড্রবর্ধনের কাছে
দ্বিধা-ত্রিধায় পুণ্ড্রহাওয়ায় চাপা দিতে দিতে
তাকেও নজরানা দেবো রাত্রিগণকের হাতে
নিরলে তাকালে গোপনে তার ব্যাখ্যা, অদ্ভুদ সুন্দর!
সবই তো নিয়ম ভুলে যাওয়া কৃতি... স্থির-প্রতিকৃতি
একদিন তোর কপালে টিকলি পরাবো চিহ্ন যতি
সোনালি-রূপালি-গোলাপি টিপ পরাতে চাই সম্মতি
ঠোঁট
ভরা যৌবণে আমিও উদ্বেল, ভীষণ আকুল
নোনতা জলে সাধ্য নেই জেনে যন্ত্রণা খেয়ে
বাধ্য করো ক্ষণদূরত্ব ছুঁলে; এসব কথা-
পড়শির কান ছুঁয়ে গেলে চুম্বনেচ্ছা উজার
করে দাও, যোগ-বিয়োগের শেষ ভাগে...
মন থেকে নাও কিংবা মন পড়ে নাও
স্বতচলাচলে মহিমায় ত্যাগে কী পেলাম? তবে-
সেও চায় পরিত্রাণ, হাতে-পায়ে পারফিউমের ঘ্রাণে
চুম্বনের স্বাদ কোমল! নাকি মখমল শব্দহীন ঠোঁটই জানে
__________________চলবে... ... ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।