স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে
দেশটাকে কতই না ভালোবাসি?!!! দেশের চিন্তায় আমরা রাতে ঘুমাই না!! আমরা খেতে ভোলে যাই!! আহারে দেশপ্রেম ,কিন্ত আমরা কতজন সত্তিকার অর্থে দেশকে ভালোবাসি?? আমার দেশ,আমার মানুষ বলে আমরা যত বুলিই আওরাই না কেন আমরা কতজন বুকে হাত দিয়ে বলতে পারব আমরা সত্যি দেশের জন্য ভাবি?!
আমার কাছে মনে হয় আমাদের দেশের আমজনতা দুইভাগে বিভক্ত। একদিকে হচ্ছে যারা এখনো পাকিস্থানপ্রেমী আর অন্যরা মনে হয় ভারতপ্রেমী। কেন ভাই? আমাদের কি জাতীয়তার অভাব আছে? আমাদের এক নম্বর পরিছয় হল আমরা বাংলাদেশি। এই দেশটা আমার,এই দেশটা আমাদের। আমি বা আমরা কেন অন্য দেশের জাতীয়তা নিয়ে লড়াই করব!!!!!??
সমগ্র বাংলাদেশ ৫ টন!!! তারমানে এর মধ্যে আবার ঢুকে আছে অন্যদেশের জাতিয়তার বীজ।
প্রিয় বাংলাদেশি জনগণ,আমি কি ভুল বললাম। আপনারা কি জানেন এখনো বাংলাদেশের সাথে ভারত বা পাকিস্থান এর খেলা হলে অনেক অবিবেচক বাংলাদেশ এর সার্পোট করে না!! আপনি অবশ্যই জানেন। কারণ এই ঘটনার প্রত্যক্ষদশী প্রায় সবাই। এই যে আর কএকদিন পরেই আসবে বিশ্বকাপ। আমরা ফুটবল খেলার সময় হাজার হাজার পতাকা লাগিয়েছি আমাদের বাড়ির ছাদে।
কিন্ত এই বিশ্বকাপে আমরা কতজন লাগাব আমার দেশের লাল-সবুজ পতাকা।
আর ধরুন কোথাও আপনি দেখলেন যে কতিপয় নিমকহারামের বাড়ির ছাদে উড়ছে তাদের প্রিয় পাকিস্থানের পতাকা। !!কি মনে হবে আপনার?? আমি আমার স্বাধীন দেশে আছি নাকি আমি ১৯৭১ এর আগে চলে এসেছি? !!
প্রতিটি বাড়িতে এখন নানান দেশের নানা অনুষ্ঠন দেখা হয়। আমার দেশের কয়টা অনষ্ঠান দেখে ওই দেশের মানুষগুলো!! না ভাই,আমি আবারও ভুল বললাম !! আসলে আমরা মনে হয় পুরা বিশ্বটাকেই নিজের ভাবি। তাই তো নিজের দেশকে নিয়া ভাবার মত সময় পাই না!!
আমি আমার এই লিখায় কাওকে উদ্দেশ্য করে কিছু বলছি না।
আমি যা বলতে চাই তা হল আমার দেশের অনেক মানুষের মহান আত্মত্যাগ,আমার মা-বোনের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই ছোট্ট সুন্দর দেশকে। আমি এই দেশটাকে যদি সম্মান না করি তাহলে কাকে করবো??
তাই আসুন না। একটু চেষ্টা করি এই দেশটাকে ভালোবাসার,এই দেশের প্রতিটি ধূলিকণাকে নিজের করে নেওয়ার।
প্লিজ,ভাই ও বোনেরা আমরা দয়া করে বাংলাদেশি বাঙালি হই!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।