আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্তিকার ঋণ- মনে রাখে কতজন??

জীবন যেখানে যেমন

মৃত্তিকার ঋণ শোধ হয় না কখনো যেমন মায়ের কাছে নেই কোন ঋণ । এই মৃত্তিকা নিয়ে দেখেছি কত স্বপ্ন হেটেছি কত রাত, কত দিন তোমার উপরে পদচিহ্ন হয়তোবা কিছু আকাঁ হয়ে আছে কিছু কিছু ঢাকা আছে স্মৃতির পাথরে তাই এই পদাবলী খুজে ফিরে মৃত্তিকা তোমাকেই। অনেক দিন পর গ্রামে গেলাম , আমার গ্রাম, আমার শৈশব, কিশোরী বেলার সব স্মৃতি এখানে ফেলে এসেছি। কেমন যেনো এলো মেলো লাগে গ্রামে গেলে ,ফিরে আসতে একটুকুও মন চায় না । তারপরেও ফিরে আসি, আসতে হয়।

............................................... পিতৃদেবের ঘামের দামে বেড়ে উঠা আমি , তার ঋন কি কখনো শোধ হবার???? আমার মা------ যে কখনো মুখ ফোটে তার নিজের কস্টের কথা কাউকে বলেনি কোন দিন তাঁকেই বা আর কত কষ্ট দিব?? আমার অনুজরা নন্দিত নরকের ভাই বোনদের মতো করে কতবার বলেছে দিদি তুই যখন কিছু একটা করবি তখন আমাদের ............................. । আমি পারিনা!!!!!!!!!!!! আমার সেই ফেলে আসা আমার একমাত্র আন্দন্দের স্মৃতি -আমার গ্রাম, আমার ফেলে আসা সময় সব ফেলে ফিরে আসতে হয় ................................... যেখানে যান্তিকতা ছাড়া আন্তরিকতা নেই। । । ।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।