আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই ‘নাস্তিক ব্লগারদের ফাঁসি’ এবং ‘শেখ হাসিনার সরকারের পতনের’ দাবিতে আগামী শুক্রবার থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী সমমনা ৯ টি দল। কামরাঙ্গীর চর হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এক সমাবেশ থেকে শুক্রবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জুমার নামাজের পর রাজধানীর কামরাঙ্গীরচরে ‘ইসলামী দলসমূহ’র ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে দেশের ধর্মভিত্তিক ৯ টি দল।
সমাবেশে ইসলামী সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা দিতে গিয়ে খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আহমদ উল্লাহ আশরাফ বলেন, “শাহবাগে আন্দোলনকারী ব্লগাররা নাস্তিক। তারা ইসলামকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে নবী এবং রাসুলদের নামে কুৎসা রটনা করছে, তাদের রক্ষা নেই।
আমরা তাদের ফাঁসি চাই। আজ সারাদেশে আগুন জ্বলছে। পাখির মতো মানুষকে লক্ষ্য করে গুলি করে হত্যা করা হচ্ছে। ফেরাউন, নমরুদও বাঁচতে পারে নি। রাম ও বামরা শেখ হাসিনাকে রক্ষা করতে পারবে না।
বৃহস্পতিবার সারাদেশে ৭৩ জন নিহতের প্রতিবাদ ও ব্লগার নাস্তিকদের শাস্তির দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। ” বিস্তারিত জানতে-
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।