''সংবাদপত্র যা ছাপে তার একটা বড় অংশই হলো 'লর্ড জোনস মারা গেছেন' ধরণের তথ্য। অথচ সেটি যাদের জানানো হয় সেই জনগণ খবরই রাখে না যে লর্ড জোনস বেঁচে ছিলেন''
আপনি কি জাতীয় ইস্যুতে "এক" হতে চান? একটি সার্বজনীন আন্দোলন করতে চান? আপনি কি আপনার মা বোনের ইজ্জত সমুন্নত রাখতে চান?
ভাবছেন বিষয়টি খুবই কঠিন? আসলে তা না। খুবই সহজ একটি বিষয়। আপনি হয়তো ভাবছেন, এতো দল, মত, বর্ণ, ধর্ম, আদর্শের মানুষগুলোকে কিভাবে একই প্লাটফর্মে নিয়ে আসবো! এটা খুব দুরহ কাজ। - জনাব এখানেই আপনার অজ্ঞতা।
কোন প্রয়োজন নেই এসব করার। সব মানুষকে দিয়ে আপনি কি করবেন? আপনার দরকার একটি শ্রেণী।
মা বোনের ইজ্জত সমুন্নত রাখতে চান?
এর চেয়ে সহজ কাজ আর কিছুই না। আপনার গ্রামের নামকরা কোন ধর্ষক অথবা ধর্ষকের সমর্থককে খুঁজে বের করুন। তার হতে আপনার মা এবং বোনকে তুলে দিয়ে আসুন।
সে আপনার মা এবং বোনের সম্ভ্রমের হেফাজত করবে।
সার্বজনীন আন্দোলন করতে চান?
এর জন্য আপনাকে উদার হতে হবে। অনেক উদার, প্রচুর উদার। এতোটাই উদার হতে হবে যে, এ আন্দোলনের কাজটা সরাসরি বাংলাদেশ বিরোধীদের হাতে তুলে দিতে হবে। আর কাউকে দরকার নেই।
কেবলমাত্র তারাই পারবে একটি সার্বজনীন আন্দোলন পরিচালনা করতে।
এ ব্লগে এরকম উদারমনা কয়েকজন ব্লগারকে দেখে শিখুন, কিভাবে মায়ের ধর্ষকের হাতে বোনকে বর্গা দেয়া যায়, শিখুন কিভাবে স্বাধীনতা বিরোধীদের নেতৃত্বে সার্বভৌমত্ব বিষয়ক আন্দোলন করা যায়। এক মুখে বলে "যুদ্ধাপরাধীদের বিচার চাই" আরেক মুখে বলবে "জামাত মানববন্ধন ডেকেছে, তাতে কি, জাতীয় ইস্যুতে এক হোন"। কি পরিমান নির্লজ্জ বেহায়া শয়তান হলে মানুষ এ ধরনের আচরন করতে পারেন! এ এক অবাক বিস্ময়।
নমুনা ১ ।
নমুনা ২ । নমুনা ৩ । নমুনা ৪ । নমুনা ৫ । নমুনা ৬ ।
নমুনা ৭ । নমুনা ৮ । নমুনা ৯
এদেরকে যখন বলা হয় "তোমরা কেন জামায়াতের পক্ষে গিয়ে মানববন্ধন করছো?" তখন তারা জবাব দেয়, "কেন তোমরা আয়োজন করোনি?" তাহলে এখানে দু'টা পক্ষ পাওয়া গেলো। এক হচ্ছে যারা মানববন্ধন ডেকেছে (জামাত শিবির), আর যারা ডাকেনি (প্রকাশ ভাদা)। তাহলে যারা মানববন্ধনে যাচ্ছে, ওরা কারা?
ওরা দালাল!
কারণ "ভাদা"রা মানববন্ধন ডাকেনি কেন, এ নিয়ে গোস্বা করে।
আবার নিজেরাও না ডেকে জামাতের নেতৃত্বে মানববন্ধন করবে। আবার ব্লগে যুদ্ধাপরাধীদের গালিও দিবে! তাহলে এরা কারা?
এরা নিকৃষ্ট কীট
"ভাদারা কেন মানববন্ধন ডাকেনি"- এমন প্রশ্ন তুলে জামায়াত শিবিরের মানববন্ধনে যাচ্ছে অন্তত ৮০ জন ব্লগার (নিক)। অথচ এ ৮০ জনের অর্ধেকও যদি মানববন্ধন করে, অনেক বড় মানববন্ধন হয়। তাহলে খোঁড়া অযুহাত দেখিয়ে কেন ওরা জামায়াতের মানববন্ধনে যাচ্ছে। "ভাদাদের" উপর নির্ভর করেছে কেন?
কারণ ওরা ওদের মা'কেও ধর্ষন করতে প্রস্তুত
আর যাই হোক অন্তত মা, বোনের ধর্ষনকারী এবং তাদের সমর্থকদের সাথে নেই।
ঠিক এ মূহুর্তে যদি ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগে, তবে আমি নিশ্চিত ৭১এ পাকিস্তানের দালালরাই ভারতের দালালী করবে এবং নিজ মা বোনকে ভারতীয়দের হাতে তুলে দিবে। জামাত শিবিরের ব্যানারে এ মানববন্ধনে যাওয়া তাই প্রমাণ করে।
নইলে যখন প্রমাণিত হয়েছে যে, আজকের মানববন্ধনের আয়োজক জামাত শিবির, তারপরে কেন প্রতিবাদী ওইসব কন্ঠস্বর এ মানববন্ধন বয়কট করে আরেকটির ডাক দেয়নি?
অথচ তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে "ভারত" "ফেলানী" "ইসলাম" "জাতীয় ইস্যু" - এ বিষয়গুলোর উপর নির্যাতন করেই যাচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।