আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতিহীন



আমি আমার নিজেকে এমন পরিবেশে কল্পনা করতে পারিনা। স্যাতস্যাতে অন্ধকার একটি ঘর। পর্যাপ্ত আলো বাত্স প্রবেশের কোনো ব্যবস্থা নেই। ঘরের মাঝখান দিয়ে প্রবাহিত ড্রেন। কালো কুচকুচে পানি।

নাম না জানা অসংখ্য কিট কিল বিল করছে। বোঝাই যাচ্ছে রোগ জীবাণুর অনুকূল পরিবেশ। ঘর কিন্তু নেই কোনো বিছানা বা বালিশ কিংবা পাটি বা চাদর। তাহলে এই ঘরটা আসলে কেন তৈরী! একজন মানুষ কিন্তু ঠিকই শুয়ে আছে। একপ্রস্থ কাপড় তার গায়ে জড়ানো।

তার কোনো বোধশক্তি আছে বলে মনে হয় না। সে ঘরেই দরজা খুলে প্রবেশ করে একজন। এখন আলোতে ভিতরের পরিবেশ কিছুটা উজ্জ্বল হয়। অশীতিপর বৃদ্ধা এক নারী। আগন্তুক তার গায়ে ধাক্কা দেয়।

বৃদ্ধা ক্ষীণ কন্ঠে সাড়া দেয়। চোখ মেলে তাকায়। কিরে বুড়ি তোরে না কইছি ড্রেনের পাড়ে শুয়ে থাকতে! তুই কোনায় গেলি কেন! বৃদ্ধার মনে হয়না ওখান থেকে স্থান পরিবর্তনের মতো শক্তি আছে! আগন্তুক বৃদ্ধার দুই হাত টেনে ড্রেনের পাশে আছড়ে ফেলে। বৃদ্ধা ককিয়ে উঠে যন্ত্রণায়। কিন্তু মুখে কোনো কথা নেই।

ঘন্টাখানেক পর কালাম আসতাছে। তোরে দিয়ে আসবে চৈারাস্তায়। আর বুড়ি ভালো কইরা শোন- তুই নাকি মরার মতন পইড়া থাকস! কারো কাছে হাত পাতস না। আরে মানুষ কি না চাইলে কিছু দেয়! আজকে তোরে পাচশ টাকা কামাই বেশি আনতেই হইবো। নাইলে কিন্তু ড্রেনের মধ্যে চুবায়া রাখুম।

ঘরের মধ্যে খাবার নিয়ে প্রবেশ করে আরেকজন। বলে আরে বুড়ির শরীরে একটা ঘা মার। তারপর ড্রেনে চুবায়া রাখিস। ভালো গতর দেখলে কি আর কেউ দান খয়রাত করে! নে বুড়ি খায়া রেডি হ! খাবার বলতে দুটি শুকনো রুটি। মাটিতে ছুড়ে ফেলে দেয়।

যেমন করে আমরা কুকুরের দিকে ছুড়ে ফেলি। ঘরের মধ্যে খাবার নিয়ে প্রবেশ করে আরেকজন। বলে আরে বুড়ির শরীরে একটা ঘা মার। তারপর ড্রেনে চুবায়া রাখিস। ভালো গতর দেখলে কি আর কেউ দান খয়রাত করে! নে বুড়ি খায়া রেডি হ! খাবার বলতে দুটি শুকনো রুটি।

মাটিতে ছুড়ে ফেলে দেয়। যেমন করে আমরা কুকুরের দিকে ছুড়ে ফেলি। বৃদ্ধা রুটির দিকে তাকায়। হাত বাড়িয়ে একটা মুখে তুলে নেয়। ভাবলেশহীন ভাবে খেতে থাকে ।

বোঝাই যাচ্ছে অনেক ক্ষুধার্ত। খাওয়ার শক্তিটুকুও যেন তার নেই। তার চোখ আকাশের পানে। ঘরের চালা ভেদ করে সে যেন আকাশ দেখতে পাচ্ছে। আকাশ তো নিশ্চয়ই তার লক্ষ্য নয়।

অসহায় মানুষ উপরে একজনকেই খুজে ফিরে। তার কাছ থেকে কি কোনো বার্তা এসেছে! কেউ কি তাকে জানালো- বুড়ি তুই এসব নিয়ে মন খারাপ করিসনা। এটা দুনিয়া। নিষ্ঠুরতম একটা স্থান। তোর প্রতি আমি সদয় বলেই তোর সব অনুভূতি আমি লোপ করেছি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.