আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতিহীন ভালোবাসা

হাওয়ামে ওড়তা যায়ে...................!!!
শরতের এক ভোর বেলাকার সবটুকু আলো যখন মিশে যায় পৃথিবীর নিস্তব্ধতায়। শাওন রাতের স্নিগ্ধ বারিধারা যখন নিঃসঙ্গ কালো রাতকে সুরের ঝংকারে নাচায় আশ্বিনের শিশির ভেজা ঘাস ফুলে মুক্তোর মতোন যখন ঝরে পড়ে এক শোভাময় স্রোতধারা শীতের কুয়াশা ঘেরা সকাল যখন শুরু হয় এক নির্জীব, প্রাণহীন প্রায় ছন্দ নিয়ে বসন্তে গাছে গাছে নতুন কুঁড়ি; কোকিল ডাকে, তখনি মনে পড়ে তাকে সে-ই তাকে - - - যাকে - এমনি প্রকৃতির মতোই কল্পনা করি আমি। যে ছিল ঝরা পৃথিবীর এক অবিচ্ছেদ্য অংশ, প্রচন্ড অনুভূতিহীন আবেগ, ভালোবাসা দুর্বার, উদ্যমী। যে কাছে থাকলে মনে দখিনা হাওয়া বইতো খরস্রোতা নদীর বেগ কমে যেত নিমেষেই প্রকৃতির নিষ্ঠুর ভাব ঢেকে যেত স্নিগ্ধ এক অনুভূতিহীন ভালোবাসায়। এমনি এক সময়ে জীবনের এক ধাপ এগিয়ে যাওয়ার পথে নিঃসঙ্গ পথ চলা ক্লান্ত সময়ে দেখা দিল সে এক প্রচন্ড ভোরবেলায়, অনুভূতিহীন ভালোবাসা নিয়ে সে এসেছিলো। আজ তাই পৃথিবীর কাছে বলে বেড়াই - - - আমার জীবনেও এসেছিলো এমনি একটি স্নিগ্ধ সকাল, ক্লান্ত দুপুর, আঁধারে ঘেরা রাত। আর প্রচন্ড শান্ত এক ভোরবেলা, আর এসেছিলো এমনি একটি অনুভূতিহীন ভালোলাগা, ভালোবাসা।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.