আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতিহীন প্রানিতে রূপান্তর পদ্ধতি।

আমি খুবই নিরীহ একটি প্রাণী। আমর দুটি করে চোখ, কান, হাত ও পা আছে। আমার একটি নাক ও একটি মুখ ও আছে। শরীরে লাল রক্ত আছে, বুকের মাঝে একটি হৃদয় ও আছে বোধ করি। ব্যাপক বিরক্তি নিয়ে ঘুম ভাঙল আজ সকালে।

আর দিনের শুরুটা হল একটা আসাধারন খারাপ ঘটনার ভিতর দিয়ে। সকালের প্রথম ফোনটা জানিয়ে দিল আরেকটা পরাজয়ের গল্প। আসুন আজ আপনাদের সাথে এই গল্পটা ই শেয়ার করি। বেশ কিছুদিন আগে একটি বেসরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষার লিখিত অংশে পাস কারার ফলে মৌখিক অংশে অংশগ্রহনের সুযোগ পাই আমি। সবার মত আমিও মৌখিক পরীক্ষার জন্য একটা সুপারিশ করানোর মত লোক খুঁজতে ছিলাম।

খুঁজতে খুঁজতে জানতে পারলাম ওই ব্যাংকের আনেক বড় বড় কর্মকর্তা ই আমার জেলার মানুষ। শুরু হল তাদের কাছে পৌঁছানোর চেষ্টা। বহু চেষ্টা করার পর তাদের একজনের কাছে পৌঁছানোর সুযোগ হল আমার। সেই কর্মকর্তার সাথে কথা বলার পর মনে অনেক সাহস পেলাম, মনে হল চাকুরীটা আমি পেতেও পারি। কিন্তু রুম থেকে বের হয়ে উনার ব্যাক্তিগত সহকারীর মুখোমুখি হতেই ভুল ভাঙল আমার।

সহকারী আমাকে জানালো ২ লক্ষ টাকা দিতে পারলে আমার চাকুরী কনফার্ম। পরে জানাব বলে নেমে আসলাম রাস্তায়। মনে মনে হিসাব করলাম, ২ লক্ষ টাকা দেওয়া আসলে সম্ভব কিনা। আর যে পোস্ট এর জন্যে এই টাকা দিব, সে পদে চাকুরী করে ওই টাকা তুলতে প্রায় দেড় বছর সময় লাগবে। তার থেকে বড় কথা হল২ লক্ষ টাকা পাব কোথায়? আর এই টাকা দেওয়ার ক্ষমতা থাকলে কি চাকুরী করতে আসি নাকি? এর ভিতর একজন সৎ কর্মকর্তার খোঁজ পেলাম।

ছুটে গেলাম তার কাছে। উনি ও আশ্বাস দিলেন। আমি ও খুশী মনে মৌখিক পরীক্ষাতে অংশ নিলাম। তার কিছুদিন পর ওই সৎ কর্মকর্তার সাথে আবার দেখা করলাম। তিনি জানালেন, 'তোমার জন্য আমি একটি জায়গা রেখেছি।

' শুনে তো আমি মহা খুশী হলাম। কিন্তু রেজাল্ট বের হবার পর দেখলাম আমার জায়গা আছে, জায়গা আছে লিস্টের বাইরে। আপনারা কি ভাবছেন? এই ঘটনাতে আমি কষ্ট পেয়েছি? মন খারাপ করেছি? না। আমি এই ধরনের ঘটনার সাথে পরিচিত। একটা বা দুটো না, গুনে গুনে এই রকম ঘটনা নয় বার ঘটেছে আমার সাথে।

তাই এই খবর আর মন খারাপ করেনা আমার। অনুভূতিহীন প্রানিতে রূপান্তর হচ্ছি আমি দিন দিন। মাত্র ২ লক্ষ টাকার জন্য আমি চাকুরীটা পেলাম না। আচ্ছা বলেনতো এই টাকা আমি কিভাবে জোগাড় করতে পারি? আমি চুরি ডাকাতি বা ছিনতাই করে কি এই টাকা জোগাড় করতে পারব? নাকি মাদক বিক্রি শুরু করবো? নাকি একটা কিডনি বেচে দেবো? আপনার মত কি? ------------------------------------------------------------------ (ইহা একটি গাঁজাখুরি ভুয়া বানোয়াট গল্প, দয়াকরে কেউ সিরিয়াসলি নিবেন না) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.