আমাদের কথা খুঁজে নিন

   

নির্বিশেষে আমরা সমতল

= শাফিক আফতাব ----------- তোমার অক্সফোর্ডপ্রাপ্ত উচ্চতর ডিগ্রি, এবং নামের আগে পরে কানপাশার মতো নেতিয়ে পড়া উপাধীগুচ্ছ, তোমার পদবী ; তোমার প্রাঞ্জল আর সাবলীল ভাষা ; অভিজাত আলিশান ফ্ল্যাট, সমতলে আসে : যখন তুমি উত্তেজিত হও। কিংবা হৃদয়ের ভাষায় যখন কথা বলতে চাও, তোমার আমার ব্যবধান যতই হোক ; আমাদের হাসি কান্নার ভাষা এক, আমাদের জৈবিকতার অভিধান অভিন্ন ; তুমি যতই অহমে উজ্জীবিত হও, উত্তেজিত হলে আমার সমান্তরালে চলে আসো ; এক আদিম সার্বজনীন ভাষায় ভাব করো প্রকাশ, এখানে অবাধ প্রকৃতি আমাদের বিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এখানে আমরা একই সমমানের ডিগ্রিতে গাউন পড়ে ক্রেস্ট গ্রহণ করি। এই পাঠশালায় তুমি আমি সমান কিংবা সমতল, এখানে এলে তোমার কানপাশার মতো নেতিয়ে পড়া উপাধী আর ডিগ্রিগুলো ঝরে পড়ে। তুমি না হয় মহাপরিচালকের চেয়ারে বসে তর্জনীতে শাসাও বিশাল জনবল, না হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, না হয় তুমি বীরঙ্গনা সখিনা, তুমি আমার সমতলে এলে আমি লম্ব থেকে তোমাকে আলিঙ্গন করি, তোমার আমার মিলিত প্রবাহে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হলে ভেতরে জাইগোট সৃষ্টি হয়, আর তখনই জন্ম নেয় মানবশিশু, আর পৃথিবীর ধারা থাকে চলমান। এখানে আমাদের কোনো ব্যবধান নেই নির্বিশেষে আমরা এক অভিন্ন আর সমতল। ০১.০৩.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.