www.nationalnews.com.bd
গত মঙ্গলবার রাতে ইতালির লান্দ্রিয়ানোতে এক বাংলাদেশীর হাতে খুন হয়েছেন আরেক বাংলাদেশী। বেডরুমে পাওয়া লাশটি ছিল ইউসুফ সিকদারের (৩৪)। ইটালিয়ান দমকল বাহিনী ইউসুফের লাশটি উদ্ধার করে। লান্দ্রিয়ানো শহরের (সান রক্কো)-রোডের সাত নম্বর বিল্ডিংয়ের তৃতীয়তলার একটি ফ্ল্যাটে থাকতেন ইউসুফ সিকদার এবং তার বšধু ও সহকর্মী সরদার ইব্রাহিম (৩৯)।
তার বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব থানায়।
তারা দুজনই স্টোর কিপারের কাজ করতেন। ইব্রাহিমের বাড়ি ঢাকার কুড়িল বিশ্বরোডে। এ গঠনায় ইতালি পুলিশ বাহিনী ইব্রাহিমের উপর কড়া নজরদারী রেখেছেন। গঠনার সূত্রপাত নারী কেন্ত্রীক বলে প্রাথমিক ধারণা পুলিশের। নিহত ইউসুফের ভাই ইটালির মিলান শহরে থাকেন।
-লান্দ্রিয়ানো/ইতালি/ন্যাশনালনিউজ ডটকম ডটবিডি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।