দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ে স্বাগতিক ইতালিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ যেন এক যুগ আগে দু'দলের সর্বশেষ ম্যাচের পুনরাবৃত্তি।
ইতালির মাটিতে ম্যাচে চোটের কারণে নেই লিওনেল মেসি। আর্জেন্টিনার জন্য ম্যাচটা চ্যালেঞ্জেরই ছিল। তবে গঞ্জালো হিগুয়েন দলের প্রাণভোমরার অভাবটা পূরণ করলেন।
তারকা এই ফরোয়ার্ড ২১ মিনিটে এগিয়ে দেন দলকে। ৪৯ মিনিটে এভার বেনেগার করা গোলেও অবদান রাখেন হিগুয়েইন। ৭৫ মিনিটে ইতালির স্ট্রাইকার লরেঞ্জো ইনসাইন একটি গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি দলটির।
তবে আর্জেন্টিনার এ জয়ে একটি কথা প্রমাণিত হলো আরেকবার, মেসি ছাড়াও দলটি জিততে পারে।
ম্যাচশেষে তাই আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া বললেন, লিও থাকলে আক্রমণভাগে আমরা বাড়তি সুবিধা পাই।
তবে তাকে ছাড়াও আমরা খেলতে ও জয় পেতে সক্ষম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।