আমাদের কথা খুঁজে নিন

   

ইতালির বর্তমান অবস্থা!! ২০১৪-ইতালির পরিস্তিতি-বেচে থাকার জন্য কাজ করা!




ইউরোপের তথা ইতালির crisi economia(অর্থনৈতিক দূরঅবস্হা) ২০০৮ থেকে শুরু হয়েছে, তবুও সত্যিকার অর্থে আমি কাজের জন্য মারাত্তক সমস্যায় পড়ি ২০১৩ থেকে। এর পরও ইতালিতে একেক জনের একেক অবস্হা । যারা যেকোন একটি কাজ অনেক দিন ধরে করে আসছেন, এবং স্বাভাবিকভাবেই কাজের inditerminato contratto আছে, তাদের জন্য অর্থনৈতিক crisis এর ধাক্কা তেমন কিছুই না। যদিও অনেকের ক্ষেত্রে মালিক কাজের কনট্রাক্ট বদলীয়ে ৮ ঘন্টার জায়গায় ৪ ঘন্টা করেছে ,কারোকারো inditerminato কনট্রাক্ট বদলীয়ে ৩ মাস,৬মাস বা ১বছর করেছে। যদিও আপনারা জানেন inditerminato কনট্রাক্ট বদলানো আইনগতো ভাবে ঠিক নয়, তবুও মালিকপক্ষ তাদের advocate/commercialistদের সাথে আলাপ করে, তাদের দিয়ে letter বা পত্র তৈরী করে, তাদের কর্মচারীদের দিয়ে স্বাক্ষর করিয়ে নেয় ।

এই letter বা পত্রের বিযয়বস্তু একেকক্ষেত্রে একেকরকম হতে পারে । যেমন হতে পারে পত্রে লেখা আছে আপনি আপনার কাজের inditerminato contratto থাকার পরও স্বেচ্ছায় কাজ ছেড়ে চলে যাচ্ছেন । এটা সাধারনতো করা হয় পরে ওই মালিক ঐ একিই কর্মচারীর নতুন করে কাজের কনট্রাক্ট করবে যাতে নতুন term and condition থাকবে । এই term and condition এমন ভাবে করা হয় যাতে মালিকপক্ষ আপনাকে আগে থেকে কম বেতন দিয়ে বেশী ঘন্টা খাটিয়ে নিচ্ছে এবং সরকারকে আগে থেকে কম tax দিচ্ছে । এক্ষেত্রে বিশেষকরে বিদেশী কর্মচারীদের স্বাক্ষর না করে আর কোনো ঊপায় থাকেনা ।

কারন মালিকপক্ষের সাথে একমত না হওয়া মানে কাজ ছেড়ে চলে যাওয়া । যারা মালিকপক্ষের সাথে রাগের বশে কাজ ছেড়ে চলে যায় তারাই ভূল করে । কারন নতূন করে মন মতো কাজ পাওয়া যে কি কঠিন তা একমাত্র ভুক্তভোগীইরা জানেন । এরপরও যেকোনো কনট্রাক্টে কাজ করলেও তারা অন্ততো অবৈধ ভাবে যারা থাকছেন বা যাদের কোনো কাজ নেই, তাদের থেকে অনেক ভালো আছেন । কিছুদিন আগে আমি এবং আমার বন্ধু মিলে ইতালির roma তে টুরিস্টপয়েন্ট colosseoতে বেড়াতে যাই ।

ঐখানে কিছু বাঙ্গালীরা বাইরে থেকে আসা টুরিস্টদের কাছে পোস্টার , সুভেনির ও অন্যান্য জিনিসপত্র বিক্রী করে কোনো ভাবে তাদের বাসাভাড়া ও খাওয়ার টাকা তুলছে । তাদের কয়েকজনের সাথে কথা বলার সময় আমি এর কিছু অংশ ভিডিও করে রাখি । ভিডিওটি আপনাদের জন্য এখানে তুলে দেওয়া হলো—-
Click This Link

সুতোরাং বাংলাদেশী ভাইরা, আপনারা যারা ইতালীতে আসতে চান , একবারের জন্য হলেও এখানকার পরিস্হিতি গভীরভাবে চিন্তা করে আসবেন ।
বিঃদ্রঃ আমার এই লেখাটি অন্যান্য সাইটেও প্রকাশিত হয়েছে ।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.