আমাদের কথা খুঁজে নিন

   

তুমি শুনবে কি....?



তুমি শুনবে কি....? আমি যা বলতে চাই। জানি; আমার বলতে চাওয়ার আকুলতায় তোমারও শুনতে ইচ্ছা করছে। সব কিছু ভুলে তুমি শুনতে চাও এখন। কিন্তু.... আমার বলতে শুরু করা কথা গুলোতে তুমি মনযোগি শ্রোতা। কিছুক্ষণ পর আর শুনতে ভাল লাগেনা তোমার।

কারণ তোমাকে আমি বলতে চাই। এখন, পরক্ষণ, তারপরে, বিশাল ভবিষ্যৎ এ। তোমাকে বলা আমার কথা শেষ হবার নয়। আর এ জন্যই তোমারও শুনতে ভালো লাগেনা। আমার কথা গুলো তোমার কাছে মনে হয়, পাগলের বিলাপ।

আর এজন্যই আজো জিজ্ঞাস করলাম- আমার কথা তুমি শুনবে কি....? আমিনুল ইসলাম শ্রাবণ সংবাদকর্মী, বগুড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।