আমাদের কথা খুঁজে নিন

   

টুকরো কবিতাগুচ্ছ



১. আকাশ মন মেঘ ভাবনা মন জুড়ে । ভাবিনি অনেক দিন...তোমাকে ! এক মেঘ বিকেলে ভিজেছিলে তুমি ...ভিজেছিলাম আমি... রিকশায় পাশাপাশি চোখ সঙ্গমে মনে মনে ভিজলাম আমি ভিজলে তুমি... ভিজলাম......ভিজলাম.......... সে দিন খুব ভিজেছিলাম...দু'জনেই । ০৬//১২/২০১০ ২. সুন্দরী সকাল... কাব্যিক রোদ ব্যালকোনির গ্রিলকে মুখ ভেংচায় । নকশা করা ছায়ার পাশ দিয়ে রোদগুলো উঁকি দিচ্ছে অবলিলায় । ... ০৮/১২/২০১০ ৩. চাঁদটা আমার বারান্দার সামনে উঁকি দেয় মধ্যরাতে ।

কখন ঘুমিয়ে পড়ি টের পাইনা । অদ্ভুত দর্শন ! আমি ঘুমিয়ে ঘুমিয়ে চন্দ্রগ্রস্থ হই মধ্যরাতের মিলনে...টের পাই না । হিরক চাঁদ কার্বন-রাতে জ্যোৎস্নার বীর্যপাত ঘটায়... ১৪/১২/২০১০ ৪. আজ সারাদিন রোদ-কুয়াশা পৌষের আধঘুমে বিভোর চোখ সেলফোনে কল যাওয়া-আসা পত্রিকায় অমোনযোগ ১৭/১২/২০১০ ৫. বাংলাদেশ স্বাধীন... আমরা স্বাধীন নই ! রাজাকারদের দলে নিতে চারদিকে হইচই । জোচ্চরদের হটিয়ে দাও মু্ক্ত কর দেশ প্রয়োজনে অস্ত্র তোল ওদের করো শেষ । ১৭/১২/২০১০ ৬. ...চলো উড়ে যাই বসন্তের দেশে যেখানে নির্মেঘ আকাশ আমাদের সঙ্গী হবে ।

সূর্যের খুব কাছে হেঁটে যাব আমরা যেখানে হার মেনেছিল ইকারুস । ২৯/১২/'১০ ৭. ...আলোর জলসায় তুমি-আমি পাশাপাশি অপলক । ঊঞ্চতা বয়ে যায় দু'জনায় কুয়াশায় জাগে শিহরণ নিমগ্ন মৌনতায়... ...তুমি ছিলে আমি ছিলাম আমাদের বাস্তুভিটায় ২৮/১২/'১০ ৮. সেখানে আকাশ... শুভ্র নীল ! বকের ডানায় মেঘ-কুয়াশা । অলস ভোরে জানালায় উঁকি দেয় রোদ । ঘুম থেকে জেগে উঠি... ''পাপা তুমি ডেকেছ তাই না ?'' দূর থেকেও খুব কাছের ডাক... আমার পাপা'র ডাক....... ডালের মধ্যে ভাত ডুবিয়ে নিলে কি মনে হয় জানো পাপা ? মনে হয়- সমুদ্র থেকে হাজার হাজার মুক্তো তুলে খাচ্ছি... অদ্ভুত অনুভূতি ! তুমি খেয় তোমারও এরকম মনে হবে ।

২৫/১২/'১০ ৯. সময়গুলো সময়ের পথে অবিরাম ছুটে চলেছে... অথচ মেয়েটি একা ! খুব একা... দূর থেকে তার প্রেমে হয়ত অনেকেই পড়েছে কিন্তু কাছে এসে কেউ বলেনি- এইতো আমি তোমার আমি । হাত বাড়াও... তোমার আমি কে দু'হাতে আকড়ে ধরো পরম নির্ভরতায় । কেউ বলেনি ! কেউ আসেনি... ১৪/১২/'১০ ১০. বহুদিন দেখি না তাকে ! যখন তার চোখে হাসি দেখতাম তখন আমরা দশ ছুঁই ছুঁই। ওই অতটুকুন বয়সে প্রেম না বুঝলেও ভালোলাগাটা ছিল প্রবল । ২০/০৬/'১০ ১১. একটি বিশ্বস্ত কাব্য আর আমাদের মধ্যবিত্ত রাত দু'জনের অন্তর্দহনের অবিশ্বাস্য মিলনের সুদীর্ঘ উপাখ্যানের সাক্ষী ! এখানে স্বপ্ন দেখা বারণ ।

বাস্তবতার নিরিখে জীবনের অবিচল বাটখারা নির্ণয় করছে ভালোবাসার ওজন... ২৫/০২/'১০ ১২. চলন্ত শহর ! ঔদার্য পথিকের নিশ্চল পথ চলা । আমাদের বিবেকের তাড়নায় আমরা অবিচল সহানুভূতিশীল কল্পনাকে আশ্রয় করে বেঁচে থাকি । এখানে স্বপ্ন বিক্রি হয় ভালোবাসার বিনিময়ে । খুব ক্রোধ কাজ করে বুকের মধ্যে যখন অট্টহাসিতে ক্লান্তি এসে যায়... উদাসিন মেঘকুমারের গায়ে হেলান দিয়ে সময়টা কেটে যাচ্ছে... ভালোই । ২৬/০২/ '১০ ১৩. কুয়াশার ধূসর মেঘ ভেদ করে আমার ফেরারী চোখ আনমনে খুঁজে চলেছে নিলাদ্রী কে... নিলাদ্রী হারিয়ে গিয়েছে কোন এক সুউচ্চ পাহাড়ের চূড়ায় আমার কষ্টগুলোকে জমিয়ে রেখে... ১৪. বৃষ্টি ভেজা আকাশ যেন আমার চোখের জল সারা বেলা চোখের কোণে করছে টলোমল ২৫/৮/'১০ ১৫. নিড়ে আমি একা তুমি নেই সাথে আজ তাই রাতগুলো নর্ঘুম কাটে ২৫/৮/'১০ ১৬. . . আমার জলরংয়ের আকাশটা কোথায় হারিয়ে গেল ! বালিকার চোখে সূর্য অস্ত যায় ।

গোধূলীর শেষ আলোটুকু আমাকে আচ্ছাদিত করে রাখে অন্ধকার পর্যন্ত । আলিঙ্গনের প্রতিক্ষায় অন্ধকার প্রতিদিন অন্ধকার নেমে আসে আমার জানালার ধারে . . . . . ১৬ আগস্ট , ২০১০ ১৭. ...অজস্র এলোমেলো স্বপ্ন আমাকে ছুঁয়ে যায় নিঃশব্দে। কবিতার খাতায় দূর্ভিক্ষ স্নেহের বৃষ্টিতে অমোঘ প্রেম আমাকে নিত্য কাঁদায় ! হৃদয়ের অঞ্চলে জন্মেছে প্রেম-বৃক্ষ সময় কেটে যাচ্ছে অনন্ত প্রতিক্ষায় !... ০৪ মে, ২০১০ ১৮. এখনো মানুষ চমকে ওঠে পৃথিবীর আদিমতম স্পর্শে ! বার্ধক্য ক্ষনিকের জন্য থমকে দেয় চাওয়া-পাওয়া । আহাঃ জীবন ! তোমাকে খুঁজতে গিয়ে হারাল যৌবন... ০৯ এপ্রিল, ২০১০ ১৯. অন্ধকার কাটছে না কিছুতেই... মানবী বসে আছে ঊষ্ণ আলোর প্রতিক্ষায় । শীতল জ্যোৎস্নার তীব্র উত্তাপে পুরে যায় স্নেহের শরীর... ০১ মার্চ, ২০১০ ২০. ...এখনো কি ক্লান্ত বিকেলে নুয়ে পরা গোধূলী দেখতে দেখতে ঘরে ফেরা হয় তোমার ! এখনো কি নিবিড় রাতে সেল ফোনের ম্যাসেজ এলার্টে চমকে ওঠো ? এখনো কি পুরোনো বিকেলের স্মৃতিগুলো নির্বাক কাব্যে বিভোর...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।