[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
বিষয়ভিত্তিক বিকল্প ব্যবস্থার বাস্তব ব্যবস্থার বাসনা ঠিক নয়, প্রয়োজনীয়তা উপলব্ধি করণ বশতঃ একখানা কাল্পনিক বিকল্প সম্ভার রচনা করে সেখানে হাতড়ে খুঁজতে থাকি নানা বিষয়ের বিকল্প আয়োজন আর তখন নেত্রদু’খানা বন্ধ কপাট হয়ে থাকে কারন স্পষ্ট দৃষ্টিতে দেখার প্রয়োজন মোটেও নেই কল্পসম্ভারে; তথাপি হুড়কোবিহীন বন্ধ দোর যেমন নড়ে ওঠে, কেঁপে ওঠে বাতাসে তেমনি কখনও প্রচন্ড বাতাস বয় আর নেত্র দুয়ার প্রচন্ড ভাবে একবার খোলে আর একবার বন্ধ হয়, কখনও আবার হালকা বাতাস বয় আর নেত্র খুলে যেতে চায় , চায় আবার বন্ধ হয়; আর সেই খোলা আর বন্ধ হবার জাগতিক স্থির সমসাময়িক রীতি ব্যবস্থায় বিষয়বিকল্প অনুসন্ধান কর্মে একনিষ্ঠ বিবেচনার মাঝে ভাটা পড়তে শুরু করে, কারন কল্পনায় জাগতিক দৃষ্টি অকার্যকর প্রতিয়মান হলেও বাস্তবিক খোলা আর বন্ধ হওয়ার রীতি ব্যবস্থায় দেখা হয়ে যায় বিষয়ভিত্তিক প্রচলিত ব্যবস্থা, মনে রয়েছে যে সবের নিগুড় অতীত ছাপ , তাই অনেক কিছু ভোলা সম্ভব হলেও ভোলা যায়না একটি দৃষ্টির সরল রৈখিক সরণ যা নেত্রের খোলা থাকাকালীন ক্ষণে আগত পুনঃ পুনঃ; যে দৃষ্টির একচ্ছত্র অধিকারী এক প্রিয় মুখ, এক নারী; যাকে আদৌ কখনও ভুলে যাবার ভাগাড়ে পর্যবসিত করা সম্ভব নয়।
(২৬/০৯/০৮)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।