আমাদের কথা খুঁজে নিন

   

টুকরো কাব্য ০৩

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!

মিস্‌দের মিস কল্ মিসদের মিসকলে সারাক্ষন ফোনটা বাজে ভেবে পাইনা যে ব্যাক করি কোনটা ভোর বেলা মিস কলে ঘুম ভাঙে তানিয়া কি যন্ত্রনা ভাই এ মোবাইলটা নিয়া দুপুর না গড়াতেই মিস দেয় কাকলী মোবাইলে টাকা নাই কিভাবে এটা বলি বিকেলে ডেটিংয়ে যাবো এই কথা ফোনেনা তিনবার মিস দিয়ে বলে দেয় রোমেনা সন্ধায় মিস মিলি রাত্রিতে শিরিনা মিস রুনা মিস পলি আমি আর পারিনা ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।