আমাদের কথা খুঁজে নিন

   

টুকরো কথা

আলোচনা সমাধানের পথ

(১) আমার মতে , চোখ আর কান হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সর্বগ্রাহী । অর্থ্যাৎ চোখ সবকিছু দেখতে পারে বা দেখে ও কান সবকিছু শুনতে পারে বা শুনে। কিন্তু হাত,মুখ চাইলেই সর করতে পারে না। তাদের করার ক্ষমতা সীমিত করা হয়েছে। করা হয়েছে মানুষের জন্যে ।

চোখের সব দেখা মুখে আনা যায় না,কানের সব শোনাও না। সেসব দেখা ও শোনা মুখে আনা যাবে ,যা প্রাসঙ্গিক। আর এ প্রাসঙ্গিকতা বিচারের কাজ করে বিবেক। মন তো আছেই,যার বিশালতা বিবেককে ছায়া দেবে। (২) সত্যে বিশ্বাস ,অনুভবতা বেশী বলে মানুষ তাকে আগলে রাখে, কিন্তু মিথ্যার চাইতে তার ক্ষমতা সীমিত।

তাই সে বারংবার পরাজিত হয় মিথ্যার কাছে। মানুষ সত্যকে আবশ্যক জানলেও মিথ্যাকে পশ্রয় দেয় বেশী। কারণ বাস্তবে সত্যের চাইতে মিথ্যা প্রভাবক হিসেবে যথেষ্ঠ শক্তিশালী। মিথ্যার কষাঘাতে সত্য বেঁচে আছে , থাকবে। কারণ সত্য মৌলিক ,চিরন্তন।

’সোনার বাংলার ’ আমাদের জাতীয় স¹ীত। ’সোনার বাংলার ’ চাইতে ভাল সুরের জাঁকজমক পূর্ণ গান আসলেও ’সোনার বাংলার ’ গুরুত্ব কমবে না। কারও প্রিয় রং লাল বা সবুজ না হলেও লাল সবুজের পতাকা অবিস্মরণীয় থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।