আমাদের কথা খুঁজে নিন

   

একজন যুদ্ধাপরাধী, আজীবন যুদ্ধাপরাধী...কিছু টুকরা অনুভূতি...

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

১. যদি এমন একটা অধ্যাদেশজারী হওনের সম্ভাবনা থাকে যে, সামহোয়্যার ইনের সকল ব্লগারাই খালি বাংলাদেশের নাগরিকত্ব পাইবেন, তাইলে আমিও আরিলরে উদ্দেশ্য কইরা পোস্ট দিমু জামাতি-রাজকার-আল বদর-আল শামসগো ব্যান করনের দাবী জানাইয়া। ২. আমিও সামহোয়্যার ইনের ফ্রন্ট পেইজে জামাতিগো ছবি দেইখা খুব নিস্পৃহ থাকতে পারি তাতো না! আমার এই মুহুর্তে জামাতীগো সংসদ থেইকা, পত্রিকার পাতা থেইকা বাইর কইরা দিতে তুমুল জেদ জাইগা উঠে...পারি না বইলা নিজেরে ছোট মনে হয়...কিন্তু তাই বইলা কখনো এই যুদ্ধাপরাধীগো বর্তমান অবস্থান জায়েজ মনে করি না...কিন্তু ব্লগে মনে হইলো এই যুক্তি করনের চেষ্টা করতাছে কিছু কিছু ব্লগার... ৩. গণতন্ত্রের মূল কথাই নাকি বিরুদ্ধ মতরে সম্মান দেওয়া, এক ব্লগার এক প্রাসঙ্গিক মন্তব্যে লিখছেন, সেই গণতন্ত্র কোথায় থাকে সেইটা জানতে বড় ইচ্ছা হইতাছে...গণতন্ত্র হইলো সংখ্যাগরিষ্ঠের শাসন...তাইলে বিরুদ্ধ মত কেমনে থাকে? গণতন্ত্র হইলো সকলের মতানুযায়ী লঘিষ্টের মতরে বাদ দেওনের শাসনব্যবস্থা...আমি মনে করি এই দেশে এখনো ঐ রাজাকার-আল বদর-আল শামসগো দলগুলি জনপ্রিয়তার মাপকাঠিতে অনেক পিছাইয়া থাকা। ভোটের রাজনীতির গিরিঙ্গীবাজীতে অনেকরে পিছে ফালাইয়া তারা ক্ষমতার অংশীদার, তাই বইলা এই ধর্ম ব্যবসায়ি দলগুলির দেশে অবস্থান জাস্টিফাইড হইয়া যায় নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.