এই শব্দ শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। কারও বুঝতে বাকী নেই যে, এটি একটি রাজনৈতিক খেলা। সরকারী দল যদি আপনারা সত্যিকারের অর্থে যুদ্ধাপরাধীদের বিচার করতে চান তাহলে দোষীদের ফাসিঁ দিয়ে আমাদের রক্ষা করুন। আমরা সাধারন মানুষ দুই দলের এই টানাটানি আর যুদ্ধাপরাধী নামক যুযু কথাটি শুনতে চাই না। দ্রুত বিচারকার্য সম্পন্ন করে ওই শব্দটি থেকে আমাদের বাচাঁন। দুই দলই নিজস্ব স্বার্থ নিয়ে অটল আর আমরা সাধারন মানুষ এই পরহিংসার বলি। দৈনন্দিন সব জিনিষপত্রের দাম বাড়ছে, সরকারী আমলাদের দূর্নীতী এগুলি নিয়ে কেউ কথা বলে না। এই তীব্র শীতে কত মানুষ যে অসহায় তাদের বিষয় নিয়ে কেউ কথা বলে না। দেশের স্বার্থ নিয়ে কেউ কথা বলে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।