আমি ওসামা বিন নূর। আমি ভালবাসি নিজে সচেতন হতে এবং অন্যদের সচেতন করতে আর ভালবাসি লেখালেখি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিশুদের কিছু করা, কমিউনিটি সার্ভিস ইত্যাদি। আমি বাস্তবতায় বিশ্বাস করি। মানুষের জন্য এমন কিছু করতে চাই যেন তারা আমাকে নিয়ে অহংকার করতে পারে। আ
শিক্ষক হিসেবে তিনি জনপ্রিয়তার শীর্ষে ।
স্থানীয় লোকদের শ্রদ্ধার পাত্র তিনি । ধনী গরিব, ধর্ম বর্ণ, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ সকল প্রকার মানুষের প্রিয় পাত্র এই মোহাম্মদ আলী মাষ্টার । বয়স ৮০ বছর । তার নামে বাড়ির নামটিও মাষ্টারবাড়ি । এলাকাটি নরসিংদী জেলার শিবপুর থানায় যোশর ইউনিয়নে ।
সরকারি হাইস্কুলে শিক্ষকতা করতেন । অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি । তবে অবকাশ তার নিকট কোনদিনও পছন্দের নয় । কোননা কোন কাজে তিনি ছিলেন জড়িত । ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের সহায়তা এবং ট্রেনিং দিয়েছিলেন তিনি ।
সেই থেকে দেশ প্রেম আর স্বচ্ছ রাজনীতির সাথে জড়িত । রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার সততা অকল্পনীয় । দলীয় কোন্দল কখনও পছন্দ করতেননা বলে বিবাদ মিটিয়ে দিতেন সবসময় । স্থানীয় দরবারে তিনি ছিলেন প্রধান বিচারক । রোগীদের হোমিও সেবা দিয়ে আসছেন বছরের পর বছর ।
যোশর ইউনিয়ন কিন্ডার গার্ডেন নামে একটি কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠা করেন তিনি । ছোট ছোট বাচ্ছাদের সাথে খেলা করেন আর খেলার সাথে সাথে পছন্দ করেন পাঠ্য দান করাতে ।
হঠাৎই করেই ঘঠে গেল একটি অপ্রীতিকর গঠনা । কিছু দুস্কৃতিকারি সন্ত্রাসী তার উপর চালায় অমানবিক আক্রমন । হত্যার চেষ্টায় টেনে হিছড়ে ঘর থেকে বের করে ।
সকাল ৬টায় শহিদুল্লাহ, সামসুল, সেলিম, কামরুজ্জামান, আসাদুল্লাহ, হাবিবুর রহমান ওরফে হাবুসহ ২৩ সদস্যর সন্ত্রাসী গ্রুপ মোহাম্মদ আলী মাষ্টার কে এলোপাথারি মারতে থাকে । আশপাশের প্রতিবেশী রক্ষা করতে এলে তারাও সন্ত্রাসী হামলার শিকার হন । এক সময় সন্ত্রসীরা মোহাম্মদ আলী মাষ্টারকে কুপাতে থাকে । এলাকার লোকজন চলে এলে তাকে রক্ষা করে মুমূর্ষ অবস্থায় উপজেলা সরকারি হসপিটালে ভর্তি করা হয় । এ গঠনায় তার ছোট ভই তোফাজ্জল হোসেন ভূইয়্যা, ছেলে আপেল মাহমুদ ভূইয়্যাসহ পরিবারের অন্যান্য সদস্যসহ প্রায় ১৭ জন আহত হয় ।
এসময় সন্ত্রাসীরা মোহাম্মদ আলী মাষ্টারের মোবাইলসহ ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যায় ।
এ গঠনায় গত ১১ ই জানুয়ারী একপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে উপস্থিত ছিলেন সকল দলের রাজনৈতিক ব্যক্তি, চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী ও শিক্ষবৃন্দ ।
শিক্ষকের উপর এই বর্বর হামলা শুরু হয়ে গিয়েছে এই সমাজে । এই সন্ত্রসীদের এখনই রুখতে হবে ।
তারা এখনও ধরা ছোঁয়ার বাইরে । এই গঠনার জন্য জাতি সুষ্ঠু বিচার চায় । সকলের সহযোগিতা কামনা করছি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।