আমাদের কথা খুঁজে নিন

   

ঘুষের টাকাসহ বীমা অফিসারকে আটক করেছে দুদক

ঘুষের টাকা লেনদেনের সময় বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআর) জুনিয়র অফিসার মো. আবদুল মোতালেবকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুর সোয়া ১টায় রাজধানীর মতিঝিলের পূর্বাণী হোটেল থেকে দেড় লাখ টাকাসহ তাকে হাতেনাতে আটক করে দুদকের একটি বিশেষ টিম।

দুদক সূত্র জানায়, আবদুল মোতালেব রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা বলে আড়াই লাখ টাকা ঘুষ দাবি করেন। তবে রিলায়েন্সের পক্ষ থেকে দেড় লাখ টাকার প্রস্তাব করলে তিনি তাতে রাজি হন। রিলায়েন্স ইনস্যুরেন্সের বিজয়নগর শাখার ব্যবস্থাপক তৈয়ব মহসিন ঘুষের টাকা দিতে হোটেল পূর্বাণীতে আসেন। খবর পেয়ে দুদকের একটি টিম ঘুষ প্রদানের সময় উভয়কে আটক করেন। এ সময় উপস্থিত ছিলেন তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক মেজর এমরানুল হক শাহ, উপ-পরিচালক মো. মনিরুজ্জামান এবং সহকারী পরিচালক ফজলুল হকসহ ৭ সদস্যের একটি টিম। এ ব্যাপারে মতিঝিল থানায় মামলা করা হয়েছে। বর্তমানে তাদের মতিঝিল থানায় রাখা হয়েছে বলে জানান সংস্থাটির উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.