আমাদের কথা খুঁজে নিন

   

আজ সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল

পদত্যাগী মন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভার বৈঠকের প্রতিবাদে আজ রাজধানীসহ সারা দেশের মহানগর ও জেলা সদরে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আমরা গণমাধ্যমের সংবাদে জানতে পেরেছি, মন্ত্রিসভার বৈঠক চলছে। এভাবে পদত্যাগী মন্ত্রীদের দায়িত্বপালন প্র্রজাতন্ত্রের সংবিধানের গুরুতর লঙ্ঘন। এর প্রতিবাদে আমরা কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। রাজধানীতে কালো পতাকা মিছিল কখন কোথা থেকে শুরু হবে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে। তবে গতকাল বিকালে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম জানিয়েছেন, রাজধানীর প্রতিটি থানায় থানায় এই কর্মসূচি পালিত হবে।

নয়াপল্টনের দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখার জন্য সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন, দেশে কোন শাসন চলছে। আমরা জানি, স্বৈরাচারের শাসন বা সামরিক শাসনের সময়ে এমন অবরুদ্ধ করা হয়। এখন শেখ হাসিনার শাসনে বিরোধী দলের কার্যালয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা ঘেরাও দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। কোনো নেতা-কর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনতিবিলম্বে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যালয়ের সামনে থেকে সরে যাওয়ার আহ্বানও জানান রিজভী।

স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব-উন নবী সোহেল, যুবদলের (উত্তর) সভাপতি মামুন হাসানসহ নেতা-কর্মীদের বাসায় পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা হানা দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সব রীতিনীতিকে তারা বিসর্জন দিয়ে গণতন্ত্রের কফিনের শেষ পেরেকটি মারার অপেক্ষায় আছে সরকার। পুলিশি রিমান্ড অবস্থায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপুর ওপর নির্যাতন হয়েছে অভিযোগ করে তিনি বলেন, তাকে (সপু) সকালে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি নিষ্ঠুরতা সরকার প্রদর্শন করছে, এটি তার প্রমাণ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.