আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষিকার পিটুনিতে আহত ৫০

বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুমের পিটুনিতে গতকাল অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষাসফরে যাওয়ায় তাদের বেদম প্রহার করা হয় বলে জানা গেছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, হুয়াকুয়া গ্রামের আদর্শ কোচিং সেন্টারে ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। রবিবার কোচিং সেন্টার থেকে শিক্ষাসফরে যাওয়ার জন্য তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা ২২ মার্চ ছুটির আবেদন করে। ওই আবেদন গ্রহণ করেননি প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম। এ অবস্থায় শিক্ষার্থীরা পিকনিকে গেলে ক্ষিপ্ত হন তিনি। শিক্ষাসফরে যাওয়া ছাত্রছাত্রীদের গতকাল একটি রুমে ডেকে নিয়ে বেদম পেটান প্রধান শিক্ষিকা।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.